কলকাতা মিউজিয়ামে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন প্রতি মাসে ২৯০০০ টাকা। বিস্তারিত পড়ুন

● Kolkata Museum New Recruitment 2025


Kolkata Museum New Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । রাজ্যে কলকাতা জাদুঘরে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।

বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (BITM ) বিভিন্ন পদের জন্য নিয়োগের ঘোষণা দিয়েছে। নিয়োগ অভিযানের লক্ষ্য হল অফিস সহকারী (গ্রেড-III), টেকনিক্যাল সহকারী ‘A’, টেকনিশিয়ান ‘A’ এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদের জন্য ১৫টি শূন্যপদ পূরণ করা । অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আগ্রহী প্রার্থীদের ১২ মার্চ ২০২৫ সালের মধ্যে আবেদন করতে হবে ।

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল :
★ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ
★ টেকনিশিয়ান এ
★ অফিস এসিস্ট্যান্ট গ্রেট থ্রি
★ জুনিয়র স্টোনোগ্রাফার

শূন্যপদ :
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ৩ টি শূন্যপদ রয়েছে- তার মধ্যে ইলেকট্রনিক্স, কম্পিউটার ও ইলেকট্রিক্যাল এই তিনটি পদের জন্য ১ টি করে অর্থাৎ মোট তিনটি পদ রয়েছে।
টেকনিশিয়ান- এ-তে ৮ টি শূণ্যপদ রয়েছে- তার মধ্যে কলকাতাতে ৪টি পদ (ফিটিং, মেকানিস্ট, কারপেন্ট্রি, ড্রাফ্ট ম্যান শিপে ১টি করে পদ রয়েছে), শিলিগুড়িতে (ফিটিং পদে) ১টি পুরুলিয়াতে (ফিটিং পদে) ১টি ও বর্ধমানে ২টি (ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যালে ১টি করে) পদ রয়েছে।
অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড iii) পদে মোট ৩টি পদ রয়েছে, যার মধ্যে কলকাতাতে ২টি এবং পাটনাতে ১টি রয়েছে। জুনিয়র স্টেনোগ্রাফার এ কলকাতাতে ১টি পদ রয়েছে।

বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে । এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবেন ।

পদের নাম ও বেতন কাঠামো :

পদের নামবেতন কাঠামো
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ৫৮,৯৪৪ টাকা
অফিস এসিস্ট্যান্ট গ্রেট থ্রি(৩৩,৮১৪ টাকা – ৩৮,৪৮৩ টাকা)
টেকনিশিয়ান এ৩৬,৪৯৩ টাকা – ৩৮,৪৮৩ টাকা
জুনিয়র স্টোনোগ্রাফার৫২,১৭৩ টাকা

পদের নাম,শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা :

পদের নামশিক্ষাগতযোগ্যতাবয়সসীমা
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এতিন বছরের ডিপ্লোমা কোর্স পড়তে হবে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয়ে।১৮ – ৩৫
টেকনিশিয়ান এএসএসসি অথবা মেট্রিকুলেশন সার্টিফিকেট থাকতে হবে আইটিআই থেকে। এছাড়া এই পদের আবেদন করার জন্য এক বছরের কর্মজীবনের অভিজ্ঞতা‌ও থাকতে হবে।১৮ – ৩৫
অফিস এসিস্ট্যান্ট গ্রেট থ্রিউচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এবং তার সঙ্গে ইংরেজিতে ৩৫ টি শব্দ অথবা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।১৮ – ২৫
জুনিয়র স্টোনোগ্রাফার উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এবং তার সঙ্গে শর্টহ্যান্ড টাইপিং স্পিডে ৮০ শব্দ প্রতি মিনিট হতে হবে এবং তার সার্টিফিকেট ও থাকতে হবে।১৮ – ২৫

সিলেকশন প্রসেস :
★ লিখিত পরীক্ষা : সকল পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে।
★ দক্ষতা পরীক্ষা/ট্রেড পরীক্ষা : কারিগরি পদের জন্য আবেদনকারী প্রার্থীদের একটি ট্রেড পরীক্ষা দিতে হবে।
★ টাইপিং পরীক্ষা/শর্টহ্যান্ড পরীক্ষা : অফিস সহকারী এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদের জন্য প্রয়োজনীয়।
★ নথি যাচাই : সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে।

আবেদন মূল্য :
General,EWS,OBC (male)আবেদন মূল্য লাগবে ৮৮৫ টাকা ।
Women,SC,ST & PWD আবেদন মূল্য লাগবে না ।

আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে, অফিসিয়াল ওয়েবসাইট হল https://bitm.online/bitm-recruitment/#! । সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস 👇

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬) এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
৭) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
৮) পাসপোর্ট সাইজের কালার ফটো


আবেদন শুরু : ১২/০২/২০২৫
আবেদন শেষ : ১২/০৩/২০২৫

Apply Link (Technical Assistant ‘A’): Click here
Apply Link (Technician ‘A’): Click here
Apply Link (Office Assistant): Click here
Apply Link (Junior Stenographer): https://shorturl.at/QMwy1

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। bongochakri.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । bongochakri.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Leave a Comment

Mhona