নিয়োগ সংক্ষিপ্ত তথ্য : IBPS প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার জন্য IBPS RRB পরীক্ষার তারিখ ২০২৫ প্রকাশ করেছে। অফিসার স্কেল ১, ২, ৩ এবং অফিস সহকারী পদের জন্য IBPS RRB ২০২৫ বিজ্ঞপ্তি জুন/জুলাই ২০২৫ সালে প্রকাশিত হবে। যোগ্যতার মানদণ্ড, আবেদনের পদ্ধতি এবং সিলেবাস সহ IBPS RRB ২০২৫ পরীক্ষার জন্য সম্পূর্ণ তথ্য আজকের এই প্রতিবেদনে । |
Gramin Bank Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । গ্রামীণ ব্যাঙ্কে ১০,০০০ শূন্যপদে CLERK / OFFICER পদে নিয়োগ । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে প্রাথীদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।
প্রতিষ্ঠানের নাম : | Gramin Bank (IBPS) |
আবেদন মোড : | Online |
কারা আবেদন করতে পারবে : | সমস্ত ভারতীয় নাগরিক |
পোস্টের নাম :
★ অফিসার স্কেল I (PO)
★ অফিস অ্যাসিস্ট্যান্ট (ক্লার্ক)
★ ব্যাংকিং অফিস স্কেল II
★ এগ্রিকালচার অফিসার গ্রেড ২
★ অফিসার গ্রেট ৩
★ IT অফিসার গ্রেড 2
★ মার্কেটিং ম্যানেজার
★ ট্রেসারি ম্যানেজার
★ ল অফিসার গ্রেট ২
★ কেস ওয়ার্কার
★ চার্টার্ড একাউন্টেন্ট গ্রেড ২
Gramin Bank Recruitment 2025 শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ ১০,০০০ টি ।
Gramin Bank Recruitment 2025 IBPS RRB বয়সসীমা :
● অফিসার স্কেল- III- এর জন্য প্রার্থীদের বয়স ২১ বছরের বেশি এবং ৪০ বছরের কম হতে হবে।
● অফিসার স্কেল-২-এর জন্য- প্রার্থীদের বয়স ২১ বছরের বেশি এবং ৩২ বছরের কম হতে হবে।
● অফিসার স্কেল- I- এর জন্য প্রার্থীদের বয়স ১৮ বছরের বেশি এবং ৩০ বছরের কম হতে হবে।
● অফিস সহকারী (বহুমুখী) পদের জন্য – প্রার্থীদের বয়স ১৮ বছরের বেশি এবং ৩০ বছরের কম হতে হবে।
Gramin Bank Recruitment 2025 IBPS RRB বেতন কাঠামো :
পদের নাম | বেতন কাঠামো |
---|---|
অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) | ১৫,০০০ – ১৯,০০০ |
অফিসার স্কেল I (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) | ২৯,০০০ – ৩৩,০০০ |
অফিসার এস স্কেল টু জেনারেল ব্যাংকিং অফিসার (ম্যানেজার) | ৩৩,০০০ – ৩৯,০০০ |
অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) | ৩৮,০০০ – ৩৯,০০০ |
শিক্ষাগত যোগ্যতা :
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা |
---|---|---|
অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা তার সমতুল্য(ক) অংশগ্রহণকারী RRB/গুলি* দ্বারা নির্ধারিত স্থানীয় ভাষায় দক্ষতা(খ) কাঙ্ক্ষিত: কম্পিউটারের কার্যকরী জ্ঞান। | |
অফিসার স্কেল I (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) | i. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। কৃষি, উদ্যানতত্ত্ব, বনবিদ্যা, পশুপালন, পশুচিকিৎসা বিজ্ঞান, কৃষি প্রকৌশল, মৎস্যচাষ, কৃষি বিপণন ও সহযোগিতা, তথ্য প্রযুক্তি, ব্যবস্থাপনা, আইন, অর্থনীতি বা হিসাববিজ্ঞানে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ii. অংশগ্রহণকারী RRB/গুলি* কর্তৃক নির্ধারিত স্থানীয় ভাষায় দক্ষতা। iii. আকাঙ্ক্ষিত: কম্পিউটারের কাজের জ্ঞান। | |
অফিসার এস স্কেল টু জেনারেল ব্যাংকিং অফিসার (ম্যানেজার) | যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি,সর্বনিম্ন ৫০% নম্বর সহ।ব্যাংকিং, ফিন্যান্স, মার্কেটিং, কৃষি, উদ্যানতত্ত্ব, বনবিদ্যা, পশুপালন,পশুচিকিৎসা বিজ্ঞান, কৃষি প্রকৌশল, মৎস্যচাষ, কৃষি বিপণন ও সহযোগিতা,তথ্য প্রযুক্তি, ব্যবস্থাপনা, আইন, অর্থনীতি এবং হিসাববিজ্ঞানে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। | ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে দুই বছর। |
অফিসার স্কেল টু স্পেশালিস্ট অফিসার (ম্যানেজার) | তথ্য প্রযুক্তি কর্মকর্তা:স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স / যোগাযোগ / কম্পিউটার বিজ্ঞান / তথ্য প্রযুক্তিতে স্নাতক ডিগ্রিঅথবা সমমানের ডিগ্রি, সর্বনিম্ন ৫০% নম্বর সহ। আকাঙ্ক্ষিত:ASP, PHP, C++, Java, VB, VC, OCP ইত্যাদি বিষয়ে সার্টিফিকেট। | এক বছর (প্রাসঙ্গিক ক্ষেত্রে) |
অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) | যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি,সর্বনিম্ন ৫০% নম্বর সহ।ব্যাংকিং, ফিন্যান্স, মার্কেটিং, কৃষি, উদ্যানতত্ত্ব, বনবিদ্যা, পশুপালন, পশুচিকিৎসাবিজ্ঞান, কৃষি প্রকৌশল, মৎস্যচাষ, কৃষি বিপণন ও সহযোগিতা,তথ্য প্রযুক্তি, ব্যবস্থাপনা, আইন, অর্থনীতি এবং হিসাববিজ্ঞান বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।… | ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। |
নিয়োগ প্রক্রিয়া :
● প্রিলি পরীক্ষা
● মেন পরীক্ষা
● ইন্টারভিউ
পরীক্ষা প্যাটার্ন :
আবেদন মূল্য :
General,EWS,OBC আবেদন মূল্য লাগবে ৮৫০ টাকা ।
SC,ST & PWBW আবেদন মূল্য লাগবে ১৭৫ টাকা ।
আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে, সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে এই ওয়েবসাইটে এসে (https://www.ibps.in/) সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিতে হবে।। এই সমস্ত ডকুমেন্টস 👇
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) পাসপোর্ট সাইজের কালার ফটো
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬) সিগনেচার
৭) বায়োডাটা/CV
আবেদন শুরু : জুন ২০২৫
আবেদন শেষ : জুলাই ২০২৫
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। bongochakri.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । bongochakri.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। |