গ্রাম পঞ্চায়েতে নিয়োগ ২০২৫ | মাধ্যমিক পাশে ১ লাখ শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি । Gram Panchayat Recruitment 2025 । বিস্তারিত পড়ুন

● Gram Panchayat Recruitment 2025

Gram Panchayat Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । গ্রাম পঞ্চায়েতে মাধ্যমিক পাশে ১ লাখ শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । ভারতীয় তথা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে প্রাথীদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।

প্রতিষ্ঠানের নাম : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক ।

পোস্টের নাম :
★ক্লার্ক
★ গ্রাম পঞ্চয়েত একাউন্টেন্ট
★ জুনিয়র ইঞ্জিনিয়ার
★ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি
★ মুখ্য সেবিকা
★ ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার (VDO)

মোট শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ ১,০০,০০০+ টি ।WওE

বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে । সমস্ত সংরক্ষিত সানির প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবেন ।

বেতন কাঠামো :
★ক্লার্ক : ২০,০০০ টাকা
★ গ্রাম পঞ্চয়েত একাউন্টেন্ট : ৩৫,০০০ – ৪৫, ০০০টাকা
★ জুনিয়র ইঞ্জিনিয়ার : ৫০,০০০ – ৭৫,০০০ টাকা
★ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি : ৩০,০০০ – ৫০,০০০ টাকা
★ মুখ্য সেবিকা : ৪০,০০০ – ৬০,০০০ টাকা
★ ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার (VDO) : ৭৫,০০০ – ১,০০,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা :
★ ক্লারিক্যাল এবং এন্ট্রি লেভেল পজিশন : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ।

★ টেকনিক্যাল পজিশন : জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রাসঙ্গিক ক্ষেত্রে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি পাস হতে হবে ।

★ ম্যানেজারিয়াল পজিশন : পল্লী উন্নয়ন কর্মকর্তার মতো পদের জন্য স্নাতকোত্তর যোগ্যতার প্রয়োজন হতে হবে।

নিয়োগ প্রক্রিয়া :
★ লিখত পরীক্ষা
★ ডকুমেন্ট ভেরিফিকেশন
★ ইন্টারভিউ

★ লিখিত পরীক্ষা: প্রার্থীদের সাধারণ জ্ঞান, যুক্তি দক্ষতা, গণিত এবং বিষয়-নির্দিষ্ট দক্ষতার উপর পরীক্ষা করা হয়।

,★ দক্ষতা পরীক্ষা/সাক্ষাৎকার: ব্যবহারিক জ্ঞান এবং সমস্যা সমাধানের ক্ষমতা মূল্যায়নের জন্য নির্দিষ্ট প্রযুক্তিগত এবং ব্যবস্থাপনাগত ভূমিকার জন্য পরিচালিত হয়।

★ নথি যাচাই: সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের যাচাইকরণ রাউন্ডের সময় মূল নথি জমা দিতে হবে।

★ চূড়ান্ত মেধা তালিকা: সকল পর্যায়ের পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।

আবেদন মূল্য :
General,EWS,OBC আবেদন মূল্য লাগবে না ।
SC,ST & PWBW আবেদন মূল্য লাগবে না ।

আরও পড়ুন L&T New Recruitment 2025 | মাধ্যমিক পাশে ৯০০০ শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি । বিস্তারিত পড়ুন

আবেদন পদ্ধতি :

  • অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: rural.gov.in এ যান ।
  • নিয়োগ বিভাগটি খুঁজুন: হোমপেজে “গ্রাম পঞ্চায়েত নিয়োগ ২০২৫” লিঙ্কে ক্লিক করুন।
  • নিজেকে নিবন্ধন করুন: লগইন আইডি তৈরি করতে আপনার নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর লিখুন। আপনি ইমেল বা এসএমএসের মাধ্যমে লগইন শংসাপত্র পাবেন।
  • আবেদনপত্র পূরণ করুন: নাম, ঠিকানা, বিভাগ, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা (যদি থাকে) এর মতো ব্যক্তিগত বিবরণ প্রদান করুন।
  • ডকুমেন্টস আপলোড করুন: নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করুন।
  • আবেদনপত্র জমা দিন: অনলাইনে জমা দেওয়ার আগে ফর্মটিতে ত্রুটি বা অসঙ্গতি আছে কিনা তা দেখে নিন।
  • নিশ্চিতকরণ রসিদ সংরক্ষণ করুন: ভবিষ্যতের রেফারেন্সের জন্য নিশ্চিতকরণ রসিদটি ডাউনলোড এবং প্রিন্ট করুন।

আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে অফিসিয়াল ওয়েবসাইট হল https://rural.gov.in । সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস 👇

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) পাসপোর্ট সাইজের কালার ফটো
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬) সিগনেচার
৭) বায়োডাটা/CV

Website link

Leave a Comment

Mhona