পোস্ট অফিসে মাধ্যমিক পাশে ২১ হাজার শূন্যপদে, গ্রামীন ডাক সেবক পোস্টে নিয়োগের আবেদন শুরু হল ।

● Indian Post GDS Recruitment Notification 2025

চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করেই যোগ্য প্রার্থীদের পোস্ট অফিসে নিয়োগ করা হবে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে।
তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন,জানুন, বুঝুন, এবং তারপর আবেদন করুন ।

নিয়োগকরের সংস্থা : ভারতীয় ডাক বিভাগ

পোস্টের নাম :
★ ব্রাঞ্চ পোস্টমাস্টার
★ সহকারী ব্রাঞ্চ পোস্টার
★ গ্রামীণ ডাক সেবক

মোট শূন্যপদ : ২১,৪১৩ টি

বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড়া পেয়ে যাবেন । SC/ST – ৫ বছর,OBC – ৩ বছর, শারীরিকভাবে অক্ষম প্রার্থীরা – ১০ বছর।

মাসিক বেতন কাঠামো :
★ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১২০০০ টাকা এবং সহকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার ও গ্রামীণ ডাক সেবক এই দুটি পদের বেতন ১০,০০০ টাকা করে দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :
★ মাধ্যমিক বিদ্যালযয়ে, পরীক্ষায় উত্তীর্ণের সার্টিফিকেট। ভারত সরকার/রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃক স্বীকৃত যেকোনো স্কুল শিক্ষা বোর্ড থেকে গণিত এবং ইংরেজিতে পাস
প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পর্যন্ত স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে। নিয়োগের সময় শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে পোস্ট অফিস ।

অন্যান্য যোগ্যতা :
১) শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারী ব্যক্তিকে সাইকেল অথবা বাইক চালাতে জানতে হবে ।
২) স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে ।
৩) আবেদনকারী কে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে ।

আবেদন মূল্য :
General,EWS,OBC আবেদন মূল্য লাগবে : ১০০ টাকা ।
SC,ST & PWBW,women আবেদন মূল্য লাগবে ০০ টাকা ।

নিম্নলিখিত নথিগুলি মূল (প্রযোজ্য হিসাবে) এবং দুটি সেট বহন করতে হবে
জমা দেওয়ার জন্য স্ব-প্রত্যয়িত ফটোকপি:

◆ মার্কশিট
◆ পরিচয় প্রমাণ
◆ জাত শংসাপত্র
◆ PWD শংসাপত্র
◆ EWS সার্টিফিকেট
◆ ট্রান্সজেন্ডার সার্টিফিকেট
◆ জন্ম তারিখের প্রমাণ
◆ যে কোনো সরকারের মেডিকেল অফিসার কর্তৃক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট

আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে,এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে https://indiapostgdsonline.gov.in । সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে।


আবেদন শুরু : ১০ ফেব্রুয়ারি ২০২৫১০ মার্চ ২০২৫
আবেদন শেষ : ৩ মার্চ ২০২৫

অনলাইন আবেদন লিংক :

https://indiapostgdsonline.gov.in

Leave a Comment

Mhona