
● Post Office Group C Recruitment 2025
পোস্ট অফিসে মাধ্যমিক পাশে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো । পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন । আবেদন করতে গেলে প্রার্থীদের যোগ্যতা ,বয়স, বেতন ,সিলেকশন প্রসেস নিয়োগ পদ্ধতি ,লাস্ট ডেট সমস্ত জানতে পারবে আজকের এই প্রতিবেদনে ,বিস্তারিত পড়ুন, জানুন এবং আবেদন করুন ।
নিয়োগ কারী সংস্থা : Ministry Of Communications Department Of Posts
পদের নাম : স্টাফ কার ড্রাইভার
মোট শূন্যপদ : ২৫টি
আবেদনের যোগ্যতা : সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের প্রত্যেক জেলা থেকে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীকে হালকা ও ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এবং কমপক্ষে তিন বছরের হালকা এবং ভারী মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা ও মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা : আবেদন আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৫৬ এর মধ্যে এবং সরকারি নিয়ম অনুসারে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সবাই বয়সে ছাড় পাবে । বয়স হিসাব করতে হবে ৮/০২/২০২৫ অনুসারে ।
বেতন : নিযুক্ত কর্মীরা প্রতি মাসে বেতন পাবেন ১৯,৯০০ টাকা ।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডেন্টি প্রুফ।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪) ড্রাইভিং লাইসেন্স।
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।
নিয়োগপ্রক্রিয়া : এখানে প্রার্থীদের একাধিক পরীক্ষা ও টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
কিভাবে আবেদন করবেন ?
এখানে তোমাদের অফলাইনে আবেদন করতে হবে ,আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যাওয়ার পরে অফিসিয়াল নোটিশটির সাথে একটি ফর্ম রয়েছে সেটা ডাউনলোড করে নিতে হবে বা প্রিন্ট আউট করে নিতে হবে তারপরে সমস্ত ডকুমেন্ট যুক্ত করে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে তোমাদের আবেদন করে দিতে হবে ।
অফিসিয়াল ঠিকানা :
The Senior Manager, Mail Motor Service,
No. 37, Greams Road, Chennai – 600 006.
লাস্ট ডেট : ০৮/০২/২০২৫