চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে।
তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন,জানুন, বুঝুন, এবং তারপর আবেদন করুন ।
নিয়োগ কারী সংস্থা : সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া (SCI)।
পোস্টের নাম :
★ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ বি)
মোট শূন্যপদ : ২৪১ টি
বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য ০৮/০৩/২০২৫ হিসাবে প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড়া পেয়ে যাবেন ।
মাসিক বেতন কাঠামো :
★কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে লেভেল সিক্সের বেতন পাবে ৩৫ হাজার ৪০০ টাকা এবং পাশাপাশি একাধিক সুবিধা মিলিয়ে প্রতিমাসে পাবে ৭২০৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা (SCI):
★ উপরে উল্লেখিত পদে আবেদন করতে গেলে প্রার্থীদের, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে অন্ততপক্ষে গ্রাজুয়েশন ডিগ্রি পাস হতে হবে । এবং পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে সাধারণ জ্ঞান এবং টাইপিং এর একটি দক্ষতা থাকতে হবে ।প্রতি মিনিটে 35 টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে ।
■ সিলেকশন প্রসেস :
★ লিখিত পরীক্ষা
★ টাইপিং পরীক্ষা
★ বর্ণনামূলক পরীক্ষার
★ ইন্টারভিউ
পরীক্ষা প্যাটার্ন(SCI)
নির্বাচন প্রক্রিয়ায় একটি লিখিত পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে। লিখিত পরীক্ষায় একটি বস্তুনিষ্ঠ, বর্ণনামূলক এবং টাইপিং পরীক্ষা থাকবে। বস্তুনিষ্ঠ ধরণের প্রশ্নপত্র ২ ঘন্টা, টাইপিং পরীক্ষা ১০ মিনিট এবং বর্ণনামূলক ধরণের প্রশ্নপত্র ২ ঘন্টা স্থায়ী হবে।
অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা এবং অবজেক্টিভ টাইপ কম্পিউটার জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শুধুমাত্র কম্পিউটার এবং বর্ণনামূলক পরীক্ষার টাইপিং স্পিড টেস্টের জন্য ডাকা হবে। উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি ইন্টারভিউ বোর্ডের সামনে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে এবং ন্যূনতম যোগ্যতা অর্জনকারী নম্বর অর্জন করে সাক্ষাৎকারে উত্তীর্ণ হতে হবে।
আবেদন মূল্য :
General,EWS,OBC আবেদন মূল্য লাগবে : ১০০০ টাকা ।
SC,ST & PWBW আবেদন মূল্য লাগবে ২৫০ টাকা ।
আবেদন পদ্ধতি (WEBCSC) :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে,এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে www.sci.gov.in./। সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন শুরু | ৫ ফেব্রুয়ারি ২০২৫ |
আবেদন শেষ | ৮ মার্চ ২০২৫ |
অনলাইন আবেদন | Click here |
নোটিফিকেশন PDF | Click here |