Forest Department Recruitment 2025 – বন দপ্তরে নতুন কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন 42,900 টাকা । বিস্তারিত পড়ুন

● Forest Department Recruitment 2025

চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । বন দপ্তরে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।

EXAMINATION NOTICE NO – 06/2025-IFoS

নিয়োগকারী সংস্থা :
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ।

পদের নাম :
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS)

শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ 150 টি

বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে 21 থেকে 32 এর মধ্যে এবং সরকারি নিয়ম অনুসারে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড়া পেয়ে যাবে ।

বেতন :
প্রতিমাসে বেতন পাবে 42,900 টাকা থেকে 83,200 টাকা ।

শিক্ষাগত যোগ্যতা :
প্রার্থীদের আবেদন করতে গেলে নূন্যতম যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস । পশুপালন ও পশুচিকিৎসা বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা,
রসায়ন, ভূতত্ত্ব, গণিত, পদার্থবিদ্যা, পরিসংখ্যান এবং প্রাণিবিদ্যা – এই বিষয়গুলির মধ্যে যে কোনও একটি অথবা কৃষি, বনবিদ্যা বা যেকোনো বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আধার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪) কাস্ট সার্টিফিকেট

নিয়োগ প্রক্রিয়া :
এখানে প্রার্থীদের সরাসরি লিখত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ।

আবেদন মূল্য :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে ১০০টাকা (General,EWS,OBC) ছেলেদের এবং SC,ST, PWBW এবং Women ফ্রীতে আবেদন করতে পারবে ।

পরীক্ষার সেন্টার :
প্রিলিমিনারি এক্সাম সেন্টার : কলকাতা,ত্রিপুরা, আসাম
মেইন এক্সাম সেন্টার : কলকাতা,ত্রিপুরা, আসাম

আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের অনলাইনে এসে আবেদন করতে হবে । এই অফিসিয়াল ওয়েবসাইট এসে – https://upsconline.gov.in/। প্রথমে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে,সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে ।

আবেদনের শেষ তারিখ : ১১/০২/২০২৫

Official Download PDF : Click Here

Leave a Comment

Mhona