Coal India Limited Recruitment 2025 – কোল ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2025 । ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য নতুন কর্মী নিয়োগ, বিভিন্ন পদে নিয়োগ শুরু । বিস্তারিত পড়ুন

● Coal India Limited Recruitment 2025

চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । কোল ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2025 ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।

কোল ইস্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি” পদে৪৩৪ জন লোক নিচ্ছ। নেওয়া হবে এইসব শাখায়: মেটেরিয়ালস ম্যানেজমেন্ট,পার্সোনেল অ্যান্ড এইচ.আর,সিকিউরিটি, লিগ্যাল, মার্কেটিং অ্যান্ড সেলস,কমিউনিটি ডেভেলপমেন্ট। কারা কোন শাখার জন্য যোগ্য দেখুন 👇

প্রতিষ্ঠানের নাম :
কোল ইন্ডিয়া লিমিটেড (COAL INDIA LIMITED )

পোস্টের নাম :
○ পার্সোনেল অ্যান্ড এইচ.আর
○ এনভায়রনমেন্ট
○ মেটেরিয়ালস ম্যানেজমেন্ট
○ লিগ্যাল
○ মার্কেটিং অ্যান্ড সেলস
○ কমিউনিটি ডেভেলপমেন্ট
○সিকিউরিটি

শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ ৪৩৪ টি ।

বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ এর মধ্যে এবং সরকারি নিয়ম অনুসারে ( SC,ST,OBC,PWBD) সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড়া পেয়ে যাবে ।

বেতন :
প্রতিমাসে স্টাইপিনের ব্যবস্থা আছে ।

শিক্ষাগত যোগ্যতা :

● পার্সোনেল অ্যান্ড এইচ.আর :
যে কানাে শাখার গ্যাজুয়েটরা এইচ. আর,হিন্ডাস্ট্রিয়াল রিলেশন /পা্সোনেল ম্যানেজমেন্ট স্পশালাইজেশন নিয়ে ম্যানেজমেন্টের পােস্ট-গ্রযাজয়েট ডিগ্র, পােস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লামা কোর্সে মােটঅন্তত ৬০% নম্বর পেয়ে থালে যোগ্য। এইচ.আর. স্পশালাইজেশন হিসাবে সােশ্যাল ওয়ার্কের মাসটার ডিগ্রি বা, এম.বি.এ. কোর্স পাশরা মােট অস্তত ৬০%নম্বর পেয়ে থাকলেও যোগ্য। শূন্যপদ : ৯৭টি

● এনভায়রনমেন্ট : মােট অত্তত ৬০% নম্সর পেয়ে এভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কোর্স পাশরা আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিয়ের যে কোনাে শাখার ডিগ্রি কোর্স পাশরা এনভায়রনমেন্টাল
ইঞ্জিনিয়ারিয়ের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী বা ডিপ্লোমা কোর্সে মোট অন্তত ৬০% নাম্বার পেয়ে থাকলেও আবেদনযোগ্য ।শূন্যপদ :২৮টি

● মেটেরিয়াল ম্যানেজমেন্ট : ইলেকট্রিক্যাল বা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মােট অন্তত ৬০% নম্বর পেরে এম.বি.এ. বা, ম্যানেজমেন্টের পােস্ট-গ্র্যাজুয়েট ডিপ্রোেমা কোের্স পাশ হলে আবেদন করতে পারেন। শূন্যপদ :৪৪টি

● মার্কেটিং অ্যান্ড সেলস : যে কোনাে শাখার গ্রাজুয়েটরা মার্কেটিং (মেজর)স্পেশালাইজেশন বিষয় হিসাবে নিয়ে ম্যানেজমেন্টের পােস্ট-গ্র্যাজুয়টে ডিপ্রোমাবা, এম.বি.এ. কোর্স পাশ হলে আর মেট অন্যত ৬০% নম্বর পেয়ে থাকলেআবেদন করতে পারেন। শূন্যপদ : ২৫টি

● কমিউনি্টি অ্যান্ড ডেভেলপমেন্ট : মােট অন্তত ৬০% নম্বর পেয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপশেন্ট, কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাকটিস, আর্বান অ্যান্ড রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট, রুরালঅ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বা, রুরাল ম্যানেজমেন্টের পােস্ট প্র্যাজুয়েট ডিগ্রি বা, পােস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশহলে যােগ্য। শূন্যপদ : ২০টি

● লিগ্যাল : মেট অস্তত ৬০% নম্বর পেয়ে আইন শাখার ৩ বা, ৫ বছরের গ্যাজুয়েটরা আবেদন করতে পারেন। শূন্যপদ : ১৮ টি
● সিকিউরিটি : যে কোনাে শাখার গ্যাজুয়েটরা আবেদন করতে পারেন। শূন্যপদ : ৩১ টি

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আধার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪) কাস্ট সার্টিফিকেট
৫) দুটি পাসপোর্ট সাইজের ফটো

নিয়োগ প্রক্রিয়া :
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ৩ ঘন্টার পরীক্ষায় ২ট পেপারথাকবে। প্রথম পেপারে ১০০ নম্বরের ১০০টি মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্নহবে এইসব বিষয়ে :জনারেল অ্যাওয়ারনেস /অ্যাওয়ারনেস, রিজনিং,নিউমেরিক্যাল এবিলিটি, জেনারেল ইংলিশ। দ্বিতীয় পেপারে ১০০ নম্বরের১০০টি মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার টেকনিক্যাল বিষয়েরওপর। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে কলকাতা, রঁচী, ভুবনেশ্বর, গুয়াহাটতে।লিখিত পরীক্ষায় প্রতিট পেপারে ৪০% (ও.বি.সি. হলে ৩৫%, তপশিলী ওপ্রতিবন্ধী হলে ৩০%) নম্বর পেল সফল হবেন। সফল হলে মােট শুন্যপদের৩ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কল লেটার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ।

আবেদন মূল্য :
আবেদন করতে গেলে প্রার্থীদের ১১৮০ টাকা আবেদন মূল্য দিতে হবে General,OBC,EWS । তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তনসমরকর্মীদের ফী লাগবে না।

আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের অনলাইনে এসে আবেদন করতে হবে । এই অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা আবেদন করতে পারবে –
দরখাত্ত করবেন অনলাইনে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ওয়েবসাই টে :www.coalindia.in এজন্য বৈধ একটি ই-মেল আই ডি, থাকতে হবে। এছাড়াও পাশপাের্ট মাপের রঙিন ফটো, বয়স, শিক্ষাগত যোাগ্যতার সার্টফিকেট ওসিগনেচার স্ক্যান করে আপলোড করে আবেদন করতে হবে।

আবেদন শেষ : ১৪/০২/২০২৫

Website link

Official notification PDF

Leave a Comment

Mhona