Kolkata High Court Recruitment 2025 – কলকাতা হাইকোর্ট নিয়োগ 2025 । প্রতিমাসে বেতন ২৯,৮০০ টাকা । ট্রান্সলেটর পদের জন্য নতুন কর্মী নিয়োগ । বিস্তারিত পড়ুন

Kolkata High Court Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । কলকাতা হাইকোর্ট নিয়োগ 2025 ট্রান্সলেটর পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।

প্রতিষ্ঠানের নাম :
Kolkata High Court .

পোস্টের নাম :
Translator on the Original Side establishment

শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ ০২ টি ।

বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে এবং সরকারি নিয়ম অনুসারে ( SC,ST,OBC,PWBD) সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড়া পেয়ে যাবে ।

আরও পড়ুন WBPSC Exam Calendar 2025 । ক্লার্কশিপ সহ একাধিক পরীক্ষার তারিখ ও ইন্টারভিউ ডেট প্রকাশিত হলো । বিস্তারিত দেখুন

বেতন :
ট্রান্সলেটর পদে জয়েনিং নেওয়ার পর, তোমাদের বেতন হবে প্রতি মাসে ২৯ হাজার ৯০০ টাকা ।

শিক্ষাগত যোগ্যতা :
১) যেকোনো স্বীকৃত পর্ষদ থেকে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবে।
২) রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) তিনটি পাসপোর্ট সাইজের ফটো ।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬) দুটি পোষ্ট খাম ।

নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের ফাইনাল সিলেকশন করে নেয়া হবে ।
● লিখিত পরীক্ষায় থাকবে ৫০ নম্বর
● ইন্টারভিউ থাকবে ১০ নাম্বার

আবেদন মূল্য :
আবেদন করতে গেলে প্রার্থীদের ৮০০ টাকা আবেদন মূল্য দিতে হবে General,OBC,EWS । তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তনসমরকর্মীদের ফী লাগবে ৪০০ টাকা । পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সমস্ত শাখায় ব্যাঙ্ক চালানের মাধ্যমে টাকা জমা করতে পারবে ।

আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের অফলাইনে এসে আবেদন করতে হবে । আবেদন করার পর তোমাদের পরীক্ষা কোথায় হয়ে, কবে হবে এবং কখন হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে বাই পোস্টের মাধ্যমে ।

আবেদন করার ঠিকানা :
To reach the Office of the Registrar, Original Side, 1st Floor, Main Building,
High Court at Calcutta, Kolkata – 700 001

আবেদন শেষ : ৫/০২/২০২৫

Website link : Click here

notification pdf

আরও পড়ুন Indian Oil Corporation Limited Recruitment 2025 – ইন্ডিয়ান অয়েল করপোরেশন নিয়োগ 2025 অ্যাপ্রেন্টিস পদের জন্য নতুন কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন। বিস্তারিত পড়ুন

Leave a Comment

Mhona