BRO New Recruitment 2025 – মাধ্যমিক পাশে, বর্ডার রোড অর্গানাইজেশনে নিয়োগ 2025 । বিস্তারিত পড়ুন

BRO New Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । পোস্ট অফিস নিয়োগ 2025 । কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোড অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স মাল্টি স্কিলড ওয়ার্কার,মেসন কুক, ব্ল্যাক স্মিথ, মেস ওয়েটার পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।

প্রতিষ্ঠানের নাম :
Border Road Organization (BRO)

পোস্টের নাম :
● মাল্টি স্কিল ওয়ার্কার (কুক)
● মাল্টি স্কিল ওয়ার্কার (ব্ল্যাকস্মিথ)
● মাল্টি স্কিল ওয়ার্কার (মেশন)
● মাল্টি স্কিল ওয়ার্কার (মেস ওয়েটার)

শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ ৪১১ টি ।

বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ।

বেতন :

শিক্ষাগত যোগ্যতা :
● মাল্টি স্কিল ওয়ার্কার (কুক)
মাধ্যমিক পাসেরা আবেদন করতে পারবেন ।কুক ট্রেডে কাজ করার দক্ষতা থাকতে হবে । বয়স হতে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । শূন্যপদ : ১৫৩ টি

● মাল্টি স্কিল ওয়ার্কার (ব্ল্যাকস্মিথ)
মাধ্যমিক পাশরা আই.টি.আই/আই.টি.সি থেকে ব্লাকস্মিথ,ফোরজ টেকনোলজি, হিট ট্রান্সফার টেকনোলজি, সিট মেটাল ওয়ার্কার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেবে । বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ।শূন্যপদ : ৭৫ টি

● মাল্টি স্কিল ওয়ার্কার (মেশন) : মাধ্যমিক পাসরা আই.টি.আই/আই.টি.সি থেকে বিল্ডিং বা ব্রিক্স মেশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । শূন্যপদ ১৭২ টি

● মাল্টি স্কিল ওয়ার্কার (মেস ওয়েটার) : মাধ্যমিক পাশা আবেদন করতে পারবে । সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে । বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । শূন্যপদ : ১১ টি

নিয়োগ প্রক্রিয়া :
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। তাতে সফল হলে মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর প্রাকটিক্যাল টেস্ট হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ১০মিনিটে এক মাইল দৌড়তে হবে।

আবেদন মূল্য :
আবেদন করতে গেলে প্রার্থীদের ৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে General,OBC,EWS । SC/ST/PWBD প্রাথীদের কোনো ফী লাগবে না,ফ্রিতে আবেদন ।

আবেদন পদ্ধতি :
দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলােড করতে পারবেন এই ওয়বসাই ট থেকে www.marvels.bro.gov.in . পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস 👇

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) তিনটি পাসপোর্ট সাইজের ফটো ।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬) দুটি পোষ্ট খাম ।

দরখাস্ত পাঠাতে হবে রেজিস্ট্রিও ডাকে।
আবেদন পাঠানোর ঠিকানা হলো 👇
The commandant, GREF Centre,Dighi Camp, Pune – 411015.

আবেদন শেষ : ২৫/০২/২০২৫

website link : https://marvels.bro.gov.in/

Notification PDF

Leave a Comment

Mhona