Income Tax Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । রাজ্যে আয়কর দপ্তরে বিভিন্ন পোস্টের জন্য নতুন আপডেট প্রকাশ করা হয়েছে । তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন করুন।
প্রতিষ্ঠানের নাম : Central Board of Direct Taxes (CBDT)
পোস্টের নাম :
★ মাল্টির টাক্সিং স্টাফ (MTS)
★ ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট
★ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
★ স্টেনোগ্রাফার
★ চার্টার একাউন্টেন্ট (C.A)
★ ট্যাক্স অ্যাসিস্ট্যান্স
শূন্যপদ :
অর্থ ও রাজস্ব মন্ত্রক আয়কর শূন্যপদগুলি ক্যাটাগরি অনুসারে, রাজ্য অনুসারে এবং পোস্ট অনুসারে প্রকাশ করবে। এই শূন্যপদগুলি ক্যাটাগরির প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে প্রকাশ করা হবে, প্রার্থীরা আয়কর নিয়োগের জন্য সঠিক সংখ্যার জন্য অবশ্যই বিজ্ঞপ্তিটি বেরোনোর দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে । এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড়া পেয়ে যাবেন ।
বেতন : ১৮,০০০ – ১,৪২,০০০ টাকা প্রতিমাসে ।
শিক্ষাগত যোগ্যতা :
● স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েট,কম্পিউটার ডিপ্লোমা পাস হতে হবে ।
নিয়োগ প্রক্রিয়া :
★ লিখত পরীক্ষা
★ ইন্টারভিউ
★ ডকুমেন্ট ভেরিফিকেশন
★ জয়েনিং লেটার
আবেদন মূল্য :
General,EWS,OBC আবেদন মূল্য লাগবে ।
কত লাগবে পরে নোটিশ থেকে জানানো হবে ।
SC,ST & PWBW আবেদন মূল্য লাগবে না ।
আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে অফিসিয়াল ওয়েবসাইট হল https://incometaxindia.gov.in/Pages/default.aspx। সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস 👇
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) কম্পিউটার সার্টিফিকেট ।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬)স্থানীয় বাসিন্দা প্রমান পত্র ।
নোটিশ প্রকাশিত : ফেব্রুয়ারি ২০২৫
এক্সাম ডেট : মার্চ/এপ্রিল ২০২৫
- এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিস্ট হলে আমাদের এই সাইড থেকে সমস্ত আপডেট গুলো পেয়ে যাবেন তাই আমাদের এই ওয়েবসাইটটি ফলো করবে।