● IOCL New Recruitment 2025
IOCL New Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 । রাজ্যে IOCL-এর তরফ থেকে বিভিন্ন পোস্টের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।
প্রতিষ্ঠানের নাম : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)
পোস্টের নাম :
★ জুনিয়র অপারেটর গ্রেড-১
★ জুনিয়র অ্যাটেনডেন্ট গ্রেড-১
★ জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III
শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ ২৪৬ টি ।
বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে । এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবেন SC/ST-5,OBC-3 ।
বেতন :
জুনিয়র অপারেটর – ২৩,০০০-৭৮,০০০/- টাকা ।
জুনিয়র অ্যাটেনডেন্ট – ২৩,০০০-৭৮,০০০/- টাকা ।
জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট – ২৫,০০০-১,০৫,০০০/- টাকা ।
শিক্ষাগত যোগ্যতা :
★ জুনিয়র অপারেটর গ্রেড-১ : SCVT/NCVT কর্তৃক জারি করা ট্রেড সার্টিফিকেট/ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (NTC) নির্দিষ্ট ITI ট্রেডে দশম পাস এবং ২ বছরের ITI পাস এবং ১ বছরের অভিজ্ঞতা ।
★ জুনিয়র অ্যাটেনডেন্ট গ্রেড-১ : উচ্চমাধ্যমিক পাস
★ জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III : গ্রাজুয়েশন পাস এবং এক বছরের অভিজ্ঞতা ।
নিয়োগ প্রক্রিয়া :
★ সিবিটি/দক্ষতা/শারীরিক পরীক্ষা (এসপিপিটি)/কম্পিউটার দক্ষতা পরীক্ষা (সিপিটি).
পরীক্ষার প্যাটার্ন :
IOCL নিয়োগ ২০২৫-এ, কম্পিউটার-ভিত্তিক পরীক্ষাটি হবে অবজেক্টিভ টাইপের, যার প্রতিটিতে ১০০টি প্রশ্ন থাকবে যার প্রতিটিতে ১ নম্বর থাকবে এবং কোনও নেতিবাচক চিহ্ন থাকবে না এবং পরীক্ষাটি শেষ করার জন্য ১২০ মিনিট সময় লাগবে।
◆ জুনিয়র অপারেটর : প্রার্থীদের অবশ্যই বিভাগ A এবং বিভাগ B উভয় ক্ষেত্রেই কমপক্ষে 35% নম্বর পেতে হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) জন্য সামগ্রিক কাট-অফ 40% এবং SC/ST প্রার্থীদের জন্য ন্যূনতম যোগ্যতা নম্বরের ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হবে।
◆জুনিয়র অ্যাটেনডেন্ট : জুনিয়র অ্যাটেনডেন্ট পরীক্ষায়, SPPT-এর জন্য যোগ্যতা অর্জনের জন্য প্রতিটি প্রার্থীকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (CBT) ন্যূনতম সামগ্রিক কাট-অফ 35% অর্জন করতে হবে।
◆ জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট : জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্টের জন্য, প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (CBT) ন্যূনতম ৩৫% নম্বরের কাট-অফ পূরণ করে কম্পিউটার দক্ষতা পরীক্ষা (CPT) উত্তীর্ণ হতে হবে।
আবেদন মূল্য :
General,EWS,OBC আবেদন মূল্য লাগবে ৩০০ টাকা ।
SC,ST & PWBD আবেদন মূল্য লাগবে না ।
আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে অফিসিয়াল ওয়েবসাইট হল www.iocl.com । সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস 👇
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬) এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
আবেদন শুরু : ৩/০২/২০২৫
আবেদন শেষ : ২৩/০২/২০২৫