WB Group-D New Recruitment 2025
WB Group-D New Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । রাজ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 । রাজ্যে গ্রুপ ডি, ক্লার্ক সহ বিভিন্ন পোস্টের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।
সম্পর্ক : পশ্চিমবঙ্গের বিচারক পদে বিভিন্ন শ্রেণীর নিম্নলিখিত শূন্যপদ পূরণের জন্য একটি প্যানেল প্রস্তুত করার জন্য রাজ্যের মাতৃভাষায় জ্ঞানসম্পন্ন যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে অনলাইন মোডে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। নিয়োগগুলি প্রাথমিকভাবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে করা হবে তবে
স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিষ্ঠানের নাম : রাজ্যে জেলা আদালতে নিয়োগ ।
পোস্টের নাম :
★ লোয়ার ডিভিশন ক্লার্ক
★ ইংলিশ স্টেনোগ্রাফার
★ প্রসেস সার্ভার
★ গ্রুপ-D
শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ ৪৬ টি ।
বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে । এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবেন ।
ইংলিশ স্টেনোগ্রাফার | SC/OBC = 35,ST = 37,অন্যান্য = 32 |
লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার গ্রুপ-D | SC/OBC = 43,ST = 45,অন্যান্য = 40 |
বেতন :
★ লোয়ার ডিভিশন ক্লার্ক
★ ইংলিশ স্টেনোগ্রাফার
★ প্রসেস সার্ভার
★ গ্রুপ-D
শিক্ষাগত যোগ্যতা :
★ লোয়ার ডিভিশন ক্লার্ক : যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত মধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
II. রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে।
★ ইংলিশ স্টেনোগ্রাফার : ইংরেজি স্টেনোগ্রাফার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার পরিচালনায় জ্ঞানের কমপক্ষে একটি সার্টিফিকেট থাকতে হবে
সার্টহ্যান্ডে লেখার জ্ঞান থাকতে হবে।
II. ইংরেজি স্টেনোগ্রাফারের জন্য, সংক্ষিপ্ত বিবরণে ন্যূনতম ৮০ ঘন্টা প্রতি ঘণ্টা গতি এবং টাইপরাইটিংয়ে ১০ মিনিটের জন্য ইংরেজিতে একটি সুস্পষ্ট পাণ্ডুলিপি থেকে কমপক্ষে ৩০ ঘন্টা প্রতি ঘণ্টা গতি থাকতে হবে।
★ প্রসেস সার্ভার : যেকোনো স্বীকৃত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে
অথবা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে।
II. রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে।
★ গ্রুপ-D : গ্রুপ-ডি পদে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা বা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।
II. রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া :
★ সিবিটি/দক্ষতা/শারীরিক পরীক্ষা (এসপিপিটি)/কম্পিউটার দক্ষতা পরীক্ষা (সিপিটি).
পরীক্ষার প্যাটার্ন :
IOCL নিয়োগ ২০২৫-এ, কম্পিউটার-ভিত্তিক পরীক্ষাটি হবে অবজেক্টিভ টাইপের, যার প্রতিটিতে ১০০টি প্রশ্ন থাকবে যার প্রতিটিতে ১ নম্বর থাকবে এবং কোনও নেতিবাচক চিহ্ন থাকবে না এবং পরীক্ষাটি শেষ করার জন্য ১২০ মিনিট সময় লাগবে।
◆ জুনিয়র অপারেটর : প্রার্থীদের অবশ্যই বিভাগ A এবং বিভাগ B উভয় ক্ষেত্রেই কমপক্ষে 35% নম্বর পেতে হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) জন্য সামগ্রিক কাট-অফ 40% এবং SC/ST প্রার্থীদের জন্য ন্যূনতম যোগ্যতা নম্বরের ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হবে।
◆জুনিয়র অ্যাটেনডেন্ট : জুনিয়র অ্যাটেনডেন্ট পরীক্ষায়, SPPT-এর জন্য যোগ্যতা অর্জনের জন্য প্রতিটি প্রার্থীকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (CBT) ন্যূনতম সামগ্রিক কাট-অফ 35% অর্জন করতে হবে।
◆ জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট : জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্টের জন্য, প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (CBT) ন্যূনতম ৩৫% নম্বরের কাট-অফ পূরণ করে কম্পিউটার দক্ষতা পরীক্ষা (CPT) উত্তীর্ণ হতে হবে।
আবেদন মূল্য :
General,EWS,OBC আবেদন মূল্য লাগবে ৭০০ টাকা ।
SC,ST & PWBD আবেদন মূল্য লাগবে ৫০০ ।
আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে অফিসিয়াল ওয়েবসাইট হল https://djpm.formflix.org । সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস 👇
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬) এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
আবেদন শুরু | ১/০২/২০২৫ |
আবেদন শেষ | ২৮/০২/২০২৫ |
অনলাইন আবেদন | Click here |
নোটিফিকেশন PDF | Click here |