ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC) ক্লারিক্যাল ক্যাডার পদের জন্য অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানিয়ে 28শে জানুয়ারী 2025 তারিখে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেট থ্রি), ফিল্ড সুপারভাইজার এসিস্ট্যান্ট( গ্রেড থ্রি ), সুপারভাইজার (গ্রেট থ্রি), সিনিয়র সেলসম্যান/ সেলস গার্লস, ক্লার্ক কাম ক্যাশিয়ার, সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট, কেশিয়ার কাম ক্লার্ক (গ্রেট সি), অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট (গ্রেট থ্রি), অ্যাসিস্ট্যান্ট একাউন্ট, জেনারেল ডেয়ারি ওয়ার্কার ,অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদের জন্য মোট ৯৪টি শূন্যপদ প্রকাশ করা হয়েছে।
WB CO OPERATIVE BANK RECRUITMENT 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । রাজ্যে সমবায় দপ্তরে বিভিন্ন পোস্টে স্থায়ী ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে।
তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন,জানুন, বুঝুন, এবং তারপর আবেদন করুন ।
প্রতিষ্ঠানের নাম : পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC)
পোস্টের নাম :
★ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেট থ্রি) ।
★ ফিল্ড সুপারভাইজার এসিস্ট্যান্ট( গ্রেড থ্রি ) ।
★ সুপারভাইজার (গ্রেট থ্রি) ।
★ সিনিয়র সেলসম্যান/ সেলস গার্লস ।
★ ক্লার্ক কাম ক্যাশিয়ার ।
★ সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট ।
★ কেশিয়ার কাম ক্লার্ক (গ্রেট সি) ।
★ অফিস অ্যাসিস্ট্যান্ট ।
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেট থ্রি) ।
★ অ্যাসিস্ট্যান্ট একাউন্ট ।
★ জেনারেল ডেয়ারি ওয়ার্কার ।
★ অ্যাসিস্ট্যান্ট ।
মোট শূন্যপদ : ৯৪ টি
বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড়া পেয়ে যাবেন ।
জেনারেল : ১৮ – ৪০ বছর
SC : ১৮ – ৪৫ বছর
ST : ১৮ – ৪৫ বছর
OBC : ১৮ – ৪৫ বছর
বেতন :
★ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেট থ্রি) : ৩৫,২৯০ টাকা ।
★ ফিল্ড সুপারভাইজার এসিস্ট্যান্ট( গ্রেড থ্রি ) : ২০,০০০ টাকা ।
★ সুপারভাইজার (গ্রেট থ্রি) : ২৭,৬৪৭ টাকা
★ সিনিয়র সেলসম্যান/ সেলস গার্লস : ২৬,৯৬০ টাকা ।
★ ক্লার্ক কাম ক্যাশিয়ার : ৩৭,০৪১ টাকা ।
★ সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট : ১৮,২৪১ টাকা ।
★ কেশিয়ার কাম ক্লার্ক (গ্রেট সি) : ১২,৭২৯ টাকা ।
★ অফিস অ্যাসিস্ট্যান্ট : ৩৬,৯১৪ টাকা ।
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেট থ্রি) : ৩৫,৯০৬
★ অ্যাসিস্ট্যান্ট একাউন্ট : ৩৪,৬০২ টাকা ।
★ জেনারেল ডেয়ারি ওয়ার্কার : ৯,৯৫৬ টাকা ।
★ অ্যাসিস্ট্যান্ট : ৩১,৬২২ টাকা ।
শিক্ষাগত যোগ্যতা (WEBCSC):
★ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেট থ্রি) : যেকোনাে শাখার গ্র্যাজুয়েটরা পাস প্রার্থীরা আবেদন করতে পাহবে। কম্পিউটার এপ্লিকেশনে বেসিক জ্ঞান থাকতে হবে।
★ ফিল্ড সুপারভাইজার এসিস্ট্যান্ট( গ্রেড থ্রি ) : যে কোনাে শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক জ্ঞান থাকতে হবে।
★ সুপারভাইজার (গ্রেট থ্রি) : যেকোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন । কম্পিউটার অ্যাপ্লিকেশন এর বেসিক জ্ঞান থাকতে হবে ।
★ সিনিয়র সেলসম্যান/ সেলস গার্লস : উচ্চ মাধ্যমিক পাসরা কম্পিউটার অ্যাপ্লিকেশন বেসিক জ্ঞান থাকলে যোগ্য ।
★ ক্লার্ক কাম ক্যাশিয়ার : মােট অন্তত ৫০(তপশিলী হলে ৪৫) শতাংশ নম্বর পেয়ে যেকোনাে শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতেপারেন। কম্পিউটার্ এপ্লিকেশনে ৬ মাসের কোর্স পাশ হতে হবে।
★ সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট : কমার্স শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।কম্পিউটার এপ্লিকেশনে বেসিক কোর্স পাশ হতে হবে।
★ কেশিয়ার কাম ক্লার্ক (গ্রেট সি) : উচচমাধ্যমিকপাশরা কম্পউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান থাকলে যােগ্য।
★ অফিস অ্যাসিস্ট্যান্ট : মােট অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে যে কোনাে শাখার গ্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। উচচমাধ্যমিকেও ৫০শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেট থ্রি) : যে কোনাে শাখার গ্যাজুয়েটরা আরেদন করতে পারেন। কম্পিউটর এপ্লিকেশনে বেসিক জ্ঞান থাকতে হবে।
★ অ্যাসিস্ট্যান্ট একাউন্ট : মােট অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে বি.কম অনার্স গ্রাজুয়েট পাশ হতে হবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের এক বছরের ডিপ্লােমা কোর্স পাশ হতে হবে।
★ জেনারেল ডেয়ারি ওয়ার্কার : উচ্চমাধ্যমিক পাশরা কম্পিউটর এপ্লিকেশনে বেসিক জ্ঞান থাকলে যােগ্য। ডেয়ারি সংক্রান্ত যন্ত্রপাতি বিষয়ে জ্ঞান থাকতে হবে থাকতে হবে।
★ অ্যাসিস্ট্যান্ট : ভোট অন্তত ৫৫ শতাংশ নাম্বার পেয়ে সাইন্স বা কমেন্ট সরকারের গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন কম্পিউটারের অ্যাপ্লিকেশনের অন্তত ছয় মাসের কোর্স পাস হতে হবে এমবিএ পাস হলে ভালো হয়।
নিয়োগ প্রক্রিয়া :
★ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
★ বর্ণনামূলক লিখিত পরীক্ষা
★ ইন্টারভিউ
পরীক্ষা প্যাটার্ন :
★ WEBCSC পরীক্ষা একটি অনলাইন কম্পিউটার-ভিত্তিক মোডে পরিচালিত হবে।
★ মোট 85টি উদ্দেশ্যমূলক ধরনের বহুনির্বাচনী প্রশ্ন করা হবে। সময় ২ ঘণ্টা ।
★ প্রতিটি সঠিক উত্তরের জন্য, 1 নম্বর প্রদান করা হবে।
★ একটি নেতিবাচক মার্কিং আছে, ভুল উত্তরের জন্য 1/4 মার্ক কাটা হবে।
প্রাথী বাছাই করবে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন । প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায় । দুটি পেপার এর পরীক্ষা হবে প্রথম পেপারে দু ঘন্টার ৮৫ নম্বরের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এইসব বিষয় : বাংলা, ইংরেজি, অংক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লেরিক্যাল অ্যাটিটিউড । নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের ভুল উত্তর জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে। দ্বিতীয় পেপারে ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা বিষয় সফল হলে ইন্টারভিউ আর কম্পিউটার টেস্ট কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে ।
আবেদন মূল্য :
General,EWS,OBC আবেদন মূল্য লাগবে : ৬৫০ টাকা ।
SC,ST & PWBW আবেদন মূল্য লাগবে ২৫০ টাকা ।
আবেদন পদ্ধতি (WEBCSC) :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে,এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে https://registration2025.webcsc.org/। সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস 👇
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) কম্পিউটার সার্টিফিকেট ।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬)স্থানীয় বাসিন্দা প্রমান পত্র ।
আবেদন শুরু | ৩১ জানুয়ারি ২০২৫ |
আবেদন শেষ | ১ মার্চ ২০২৫ |
অনলাইন আবেদন | Click here |
নোটিফিকেশন | Click here |