পশ্চিমবঙ্গের রেলওয়ে গ্ৰুপ- ডি চাকরিপ্রার্থীদের জন্য প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশ করা হচ্ছে। আপনারা যদি রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষা প্রস্তুতির জন্য ১৫ টি করে প্রশ্ন উত্তর পেতে চান তাহলে এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হই।
১. মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয়—
[A] যকৃতে [B] বৃক্কে
[C] ফুসফুসে [D] পাকস্থলীতে
উত্তর : [A] যকৃতে
২. ঘড়ির কাটার গতি কেমন গতি ?
[A] রৈখিক গতি [B] চলন গতি
[C] ঘূর্ণন গতি [D] স্পন্দন গতি
উত্তর : [C] ঘূর্ণন গতি
৩. বাল্বের ফ্লামেন্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয় ?
[A] টাংস্টেন [B] নাইইক্রোম
[C] তামা [D] রুপা
উত্তর : [A] টাংস্টেন
৪. ভাট কোন দেশের মুদ্রা ?
[A] থাইল্যান্ড [B] নেপাল
[C] সিঙ্গাপুর [D] মালদ্বীপ
উত্তর : [A] থাইল্যান্ড
৫. ‘The wind on Hunted Hill’ বইটির লেখক কে ?)
[A] অরুন্ধতী রায় [B] রাস্কিন বন্ড
[C] বিক্রম ভাট [D] ঝুম্পা লাহিড়ী
উত্তর : [B] রাস্কিন বন্ড
৬. বইমেলা প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে ?
[A] ঝাড়খন্ড [B] বিহার
[C] মধ্যপ্রদেশ [D] উড়িষ্যা
উত্তর : [D] উড়িষ্যা
৭. কোন রাজ্যের করিমগঞ্জ জেলার নাম বদল করে শ্রীভূমি রাখা হয়েছে ?
[A] আসাম [B] ত্রিপুরা
[C] মেঘালয় [D] অন্ধ্রপ্রদেশ।
উত্তর : [A] আসাম
৮. নাইক্রোম ও জার্মান সিলভারে কোন সাধারণ মৌলটি থাকে ?
[A] ক্রোমিয়াম [B] নিকেল
[C] তামা [D] রুপো
উত্তর : [B] নিকেল
৯. কোন প্রকার মাটিতে লোহা ও অ্যালুমিনিয়াম বেশি পরিমাণে থাকে ?
[A] পেডোকাল মাটি [B] পেডালকার মাটি
[C] উপকূলের মাটি [D] পার্বত্য মাটি
উত্তর : [B] পেডালকার মাটি
১০. ‘ওয়েল অফ মেরাবেন’ কোন মৌলের অন্য নাম ?
[A] ফিনোপথেলিন [B] নাইট্রোবেনজিন
[C] ফিনল [D] টলুইন
উত্তর : [B] নাইট্রোবেনজিন
১১. একটি পেন্ডুলামের দোলন কাল কিসের উপর নির্ভর করে ?
[A] দৈর্ঘ্য [B] প্রস্থ
[C] গোলকের ঘনত্ব [D]গোলকের আকার
উত্তর : [A] দৈর্ঘ্য
১২. সৌরশক্তি সৃষ্টি হয় কোন পদ্ধতিতে ?
[A] ফিউশন [B] ফিশন
[C] বিস্ফোরণ [D] সংকোচন
উত্তর : [A] ফিউশন
১৩. শিশুর পিতৃত্ব নির্ণয়ের জন্য নিচের কোন কৌশলটি গ্রহণ করা হয় ?
[A] প্রোটিন বিশ্লেষণ [B] ক্রোমোজোম গণনা
[C] ডিএনএ এর গুণগত বিশ্লেষণ [D] আঙুলের চাপ বিশ্লেষণ
উত্তর : [C] ডিএনএ এর গুণগত বিশ্লেষণ
১৪. পেঁপে গাছের তরুক্ষীরে উপস্থিত উৎসেচকটির নাম কি ?
[A] আমাইলেজ [B] রেজিন
[C] লাইপেজ [D] পেপাইন
উত্তর : [D] পেপাইন
১৫. কোন ধরনের খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না ?
[A] কাঁচা [B] রান্না করা
[C] সিদ্ধ করা [D]পচা
উত্তর : [A] কাঁচা
[এডিশনাল কোশ্চেন] এর উত্তর কি হবে ?
জীবন বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ?
[A] ইকোলজি [B] মাইক্রোবায়োলজি
[C] বংশগতি [D] এন্টোমোলজি
উত্তর : ???