পরিবহন দপ্তরে ৮৮১টি শুন্যপদে ড্রাইভার,কন্ডাক্টর নিয়োগ

রাজ্য পরিবহন দপ্তরে প্রায় ৮৮১ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। মোট শূন্য পদের মধ্যে ৪৮৭ জন বাস ড্রাইভার ও ৩৯৪ জন বাস কন্ডাক্টর নিয়োগ করা হবে ।

নবান্ন সূত্রে খবর, বাস ড্রাইভারদের মাইনে মাসে ২২ হাজার টাকা ও বাস কন্ডাক্টরদের মাইনে মাসে ১৮ হাজার টাকা দেয়া হবে। সব পদেই নিয়োগ হবে চুক্তিতে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর ও গ্রাম অঞ্চলের বাস বাড়ানোর নির্দেশ অনেক আগেই দিয়েছিলেন । কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তার নিচে দেওয়া হল…

ক্লাস এইট পাশ ছেলেরা গাড়ি চালানোর পাঁচ বছরের বৈধ লাইসেন্স থাকলে বাস ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবে ।

ভারি মোটর ভেবিকেল চালানোর কাজে অন্তত তিন বছর আর বাস চালানোর কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে । শরীরের মাপ যোগ হতে হবে লম্বায় অন্তত ৫ ফুট ৩ ইঞ্চি আর দৃষ্টি শক্তি দরকার ৬/৬ ।

মাধ্যমিক পাশ ছেলেদের বৈধ কন্ডাক্টর লাইসেন্স থাকলে আর কন্ডাক্টর হিসেবে রুটের বাসে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে বাস কন্ডাক্টর হিসেবে আবেদন করতে পারবেন। শরীরের মাপ যোগ হবে লম্বায় অন্তত ৫ ফুট ২ ইঞ্চি আর দৃষ্টিশক্তি দরকার ৬/৬ ।

এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পর্যায়ে অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেট আমাদের এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাই ওয়েবসাইটটি তোমরা নিয়মিত ভিজিট করতে থাকবে, ধন্যবাদ ।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। bongochakri.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । bongochakri.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Leave a Comment

Mhona