●District Court New Recruitment 2025
District Court New Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । রাজ্যে জেলা জাজেস কোর্টে ক্লার্ক,স্টেনো ও গ্রুপ ডি সহ বিভিন্ন পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল :
★ লোয়ার ডিভিশন ক্লার্ক
★ ইংলিশ স্টেনোগ্রাফার
★ গ্রুপ ডি
★ প্রসেস সার্ভার
★ লোয়ার ডিভিশন ক্লার্ক : মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন । কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এর ছয় মাসের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে ।কম্পিউটার অপারেশনে যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে । বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। বেতন ২২ হাজার ৭০০ থেকে ৫৮ হাজার ৫০০ টাকা । কলকাতা কমার্শিয়াল কোর্টের শূন্য পদে ১৬ টি ।
★ ইংলিশ স্টেনোগ্রাফার : মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং ও শর্টহান্ডে মিনিটে অন্তত যথাক্রমে ৩০ টি ও ৮০ টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে ও কম্পিউটার চালনায় কম্পিউটার অপারেশন যথার্থ টাইপিং স্পিড ফিঙ্গারিং স্পিড থাকতে হবে । বয়স হবে ৩২ বছরের মধ্যে । বেতন ৩২ হাজার ৯০০ টাকা । শূন্যপদ ৯ টি ।
★ গ্রুপ ডি : কোন স্বীকৃত পরিচয় প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাশ ছেলেরা আবেদন করতে পারবে । বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে । বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। বেতন ১৭ হাজার থেকে ৪৩ হাজার ৬০০ টাকা । শূন্যপদ ১৮ টি
★ প্রসেস সার্ভার : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাশে ছেলেরা আবেদন করতে পারবে । বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে । বেতন ২১ হাজার থেকে ৫৪ হাজার টাকা । শূন্যপদ ৩ টি ।
প্রার্থী বাঁচাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে । ইংলিশ ও স্টেনোগ্রাফার পদের বেলায় তিনটি পেপারের পরীক্ষা হবে । প্রথম পেপারে ১০০ নম্বরের ৫০ টি প্রশ্ন হবে,এইসব বিষয় : জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স,আরিথমেটিক,কম্পিউটার দক্ষতা,ইংরেজি, জেনারেল সাইন্স, লজিকাল এন্ড বিহেভিয়ারাল রিজনিং ।
দ্বিতীয় পেপারে ডিক্টেশন ও ট্রান্সক্রিপশন টেস্ট (৫০ নম্বরের) তৃতীয় পেপারে ৫০ নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট । সবশেষে ৩০ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে ।
দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ এ ফেব্রুয়ারির মধ্যে । এই ওয়েবসাইট থেকে https://purbamedinipur.dcourts.gov.in/# । অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ একটি ই মেইল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ,প্রতিবন্ধী সার্টিফিকেট ও মেধাবী খেলোয়াড় সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে ।
ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন। এবার পরীক্ষা ফি বাবদ ইংলিশ স্ট্রাগ্রাফার প্রসেস সার্ভার ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় ৮০০ টাকা( তপসিলি ই ডব্লিউ এস) হলে ৬০০ টাকা আর গ্রুপ ডি ৭০০ টাকা( তপসিলি ই ডব্লিউ এস হলে ৫০০) ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই এর মাধ্যমে টাকা জমা করতে পারবেন । জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট জেনারেটর অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন ।
আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে, অফিসিয়াল ওয়েবসাইট হল https://purbamedinipur.dcourts.gov.in/# । সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস 👇
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬) এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
৭) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
৮) পাসপোর্ট সাইজের কালার ফটো
আবেদন শুরু : ১/০২/২০২৫
আবেদন শেষ : ২৮/০২/২০২৫
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। bongochakri.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । bongochakri.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। |