● NTPC New Recruitment 2025
বিদ্যুৎ খাতে ৪০০টি শূন্যপদে NTPC অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ ২০২৫ উন্মুক্ত। ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ থেকে শুরু হবে এবং ১ মার্চ, ২০২৫ তারিখে শেষ হবে।
NTPC New Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC) পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । ভারতীয় তথা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।
সম্পর্কে : ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি, যা দেশের জ্বালানি নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখে। সহকারী নির্বাহী (পরিচালন) পদের মধ্যে রয়েছে প্ল্যান্টের কার্যক্রম পরিচালনা করা , মসৃণ বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা এবং প্ল্যান্টের দক্ষতা সর্বোত্তম করা ।
নিয়োগের সংস্থা | জাতীয় তাপ বিদ্যুৎ কর্পোরেশন(NTPC) |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ |
আবেদন শুরু | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ |
আবেদন শেষ | ১ মার্চ ২০২৫ |
উচ্চ বয়সসীমা | ৩৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা | বিই/বি.টেক |
আবেদন মূল্য | • অনগ্রসর/ইডব্লিউএস – ৩০০ টাকা। • SC/ST/PwBD/XSM/মহিলা প্রার্থী – শূন্য |
Adv.no | ০৪/২০২৫ |
বেতন | ৫৫০০০ টাকা |
নির্বাচন প্রক্রিয়া | • লিখিত পরীক্ষা • সাক্ষাৎকার • ডকুমেন্ট যাচাইকরণ |
মোট শূন্য পদ | ৪০০ |
ওয়েবসাইট | ntpc.co.in |
পদের নাম (NTPC) :
★ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ
মোট শূন্যপদ :
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদের জন্য ৪০০টি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের আবেদন প্রক্রিয়া এবং চাকরির প্রয়োজনীয়তাগুলি পরীক্ষা করে দেখা উচিত। NTPC অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ ২০২৫ সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্য সহ সম্পূর্ণ শূন্যপদগুলির তালিকা নীচে দেওয়া হল…
শিক্ষাগত যোগ্যতা :
★ প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
★ তাপ বা বিদ্যুৎ কেন্দ্রে কমপক্ষে এক বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা :
★ ১ মার্চ, ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে।
★ সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় প্রযোজ্য :
এসসি/এসটি প্রার্থী : ৫ বছর
ওবিসি (নন-ক্রিমি লেয়ার) : ৩ বছর
প্রতিবন্ধী প্রার্থী : ১০ বছর
বেতন কাঠামো :
★ মূল বেতন: প্রতি মাসে ৫৫,০০০ টাকা (প্রায়)
★ ভাতা:
● বাড়ি ভাড়া ভাতা (HRA)
● চিকিৎসা সুবিধা
● ভ্রমণ ছাড়
● অবসরকালীন সুবিধা
● চাকরির সুবিধা
নিয়োগ পদ্ধতি :
★ লিখত পরীক্ষা
★ ডকুমেন্ট ভেরিফিকেশন
★ ইন্টারভিউ
★ মেডিকেল টেস্ট
আবেদন পদ্ধতি :
আবেদনকারীদেরকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রথমে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল পোর্টালে (ntpc.co.in) প্রবেশ করবেন। তারপর “অ্যাপ্লাই অনলাইন” অপশনে ক্লিক করবেন। তারপর “নিউ রেজিস্ট্রেশন” অপশনে ক্লিক করবেন। তারপর প্রার্থীর নাম, মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং লগইন করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মের পেজে এক্টিভ করবেন। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন। তারপর প্রয়োজনীয় নথি গুলো সাইজ অনুযায়ী আপলোড করবেন। তারপর “সাবমিট বাটনে” ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দিবেন।
আবেদন শুরু : | ১৫/০২/২০২৫ |
আবেদন শেষ : | ০১/০৩/২০২৫ |
- অনলাইনে আবেদন লিংক : Click Now
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। bongochakri.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । bongochakri.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।