● West Bengal Co-Oparative Bank new Recruitment 2025(WEBCSC)
পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা কমিশন (WEBCSC) ১৭টি সমবায় প্রতিষ্ঠানে একাধিক পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি (বিজ্ঞাপন নং ০২/২০২৫) প্রকাশ করেছে । আগ্রহী প্রার্থীরা ৩১ জানুয়ারী ২০২৫ (রাত ১১:০০ টা) থেকে ১ মার্চ ২০২৫ (রাত ১১:৫৯ টা) পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ।
West Bengal Co-Oparative Bank new Recruitment 2025(WEBCSC) – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ ব্যাংকে ৯২ টি শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।
প্রতিষ্ঠানের নাম : পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা কমিশন (WEBCSC)
ব্যাঙ্কের নাম :
★ পশ্চিমবঙ্গের যেসব ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো-
- ঝাড়গ্রাম কো-অপারেটিভ কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক লিমিটেড ।
- বিধাননগর (সল্ট লেক) পাইকারি ভোক্তা কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ।
- উত্তর ২৪-পরগনা সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক লিমিটেড ।
- বালিতিকুড়ি কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড ।
- জলপাইগুড়ি পাইকারি গ্রাহকদের সমবায় সমিতি লিমিটেড ।
- জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ।
- মালদা কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড ।
- সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।
পদের নাম :
★ অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট
★ ক্লার্ক কাম ক্যাশিয়ার
★ সুপারভাইজার
★ অফিস এসিস্ট্যান্ট
★ একাউন্টেন্ট
★ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট
★ ফিল্ড সুপারভাইজার
★ সেলসম্যান/সেলস গার্লস
★ প্রুফ রিডার
★ মোট শূন্যপদ :
পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা কমিশন (WEBCSC) পদের জন্য ঘোষিত মোট শূন্যপদের সংখ্যা ৯২ টি ।
শিক্ষাগত যোগ্যতা :
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট | বি.কম (অনার্স) + ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং-এ ডিপ্লোমা |
ক্লার্ক কাম ক্যাশিয়ার | উচ্চমাধ্যমিক পাস + কম্পিউটারের প্রাথমিক জ্ঞান |
সুপারভাইজার | যেকোনো বিষয়ে স্নাতক + কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা। |
অফিস এসিস্ট্যান্ট | স্নাতক + কম্পিউটারের সাধারণ জ্ঞান |
একাউন্টেন্ট | কমার্স স্নাতক + ট্যালি জ্ঞান |
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট | স্নাতক + কম্পিউটারের সাধারণ জ্ঞান |
ফিল্ড সুপারভাইজার | যেকোনো বিষয়ে স্নাতক + কম্পিউটার জ্ঞান। |
সেলসম্যান/সেলস গার্লস | উচ্চমাধ্যমিক পাশ + ২ বছরের বিক্রয় অভিজ্ঞতা (পছন্দনীয়) |
প্রুফ রিডার | গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক + ২ বছরের অভিজ্ঞতা। |
বয়স সীমা :
★ ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ হিসাবে আবেদনপত্র পূরণের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। সরকারি নিয়ম অনুসারে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড়ে পেয়ে যাবেন ।
সাধারণ(UR) : ১৮ – ৪০ বছর
SC/ST/OBC-A/OBC-B : ১৮ -৪৫ বছর
EWS : ১৮ – ৪০ বছর
বেতন কাঠামো :
পদের নাম | বেতন কাঠামো |
---|---|
অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট | ৩৪,৬০২ টাকা |
ক্লার্ক কাম ক্যাশিয়ার | ২৬, ৯৬০ টাকা |
সুপারভাইজার | ২৯,৪২২ টাকা |
অফিস এসিস্ট্যান্ট | ৩৬,৯১৪ টাকা |
একাউন্টেন্ট | ১৭,২৯২ টাকা |
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট | ৩৫,৯০৬ টাকা |
ফিল্ড সুপারভাইজার | ১২,০৪৮ টাকা |
সেলসম্যান/সেলস গার্লস | ৩৭,০৪১ টাকা |
প্রুফ রিডার | ৩৫,৭৫৮ টাকা |
নির্বাচন প্রক্রিয়া :
★ অনলাইন কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) – ৮৫ নম্বর
● বিষয়: বাংলা/নেপালি, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বর্তমান বিষয়, কেরানি যোগ্যতা
● সময়কাল: ২ ঘন্টা
● নেতিবাচক মার্কিং: প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর
★ বর্ণনামূলক লিখিত পরীক্ষা (৫০ নম্বর) +
কম্পিউটার দক্ষতা পরীক্ষা (সিপিটি) – শুধুমাত্র যোগ্যতা অর্জনের জন্য (নির্দিষ্ট কিছু পদের জন্য) ★ সাক্ষাৎকার (১৫ নম্বর)
আবেদন মূল্য :
সাধারণ(UR) | ৬৫০ টাকা |
SC/ST/OBC-A/OBC-B | ২৫০ টাকা |
EWS | ৬৫০ টাকা |
★ কিভাবে আবেদন করতে হবে :
অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: WEBCSC এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
● নিবন্ধন: একটি বৈধ ইমেল আইডি এবং ● মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
● আবেদনপত্র পূরণ করুন: সমস্ত প্রয়োজনীয় ব্যক্তিগত, শিক্ষাগত এবং পেশাদার বিবরণ লিখুন।
● ডকুমেন্টস আপলোড করুন: আপনার ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করুন ।
● ফি প্রদান: আবেদন ফি অনলাইনে প্রদান করুন (যদি প্রযোজ্য হয়)।
আবেদন জমা দিন: ১ মার্চ ২০২৫ এর আগে আপনার আবেদন চূড়ান্ত করুন এবং জমা দিন । এবং আবেদনের শেষে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে রাখুন।
আবেদন শুরু : ৩১/০১/২০২৫ আবেদন শেষ : ০১/০৩/২০২৫ | ৩১ জানুয়ারি ২০২৫ |
আবেদন শেষ : | ১ মার্চ ২০২৫ |
Apply now | Click here |
Notification PDF | Click here |