WIPRO New Recruitment 2025 | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে উইপ্রো কোম্পানিতে আবেদন চলছে । বিস্তারিত পড়ুন

উইপ্রো সংক্ষিপ্ত তথ্য : উইপ্রো নিয়োগ ২০২৫ অনলাইনে আবেদন করুন- ভারতের বিভিন্ন রাজ্যে সর্বশেষ চাকরির শূন্যপদ, এই নিয়োগের জন্য সংবাদ পোস্ট প্রকাশিত হয়েছে, এতে আবেদন করার জন্য, সমস্ত প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য আপনার বয়স ১৮ বছর থেকে ৪৫ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ আইটিআই/ডিপ্লোমা/স্নাতক/বি.টেক ইত্যাদি হতে হবে। এতে কোনও আবেদন ফি লাগবে না এবং আপনার বেতন প্রতি মাসে প্রায় ৩৮,৫০০/- টাকা হবে

● WIPRO New Recruitment 2025

WIPRO New Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে উইপ্রো কোম্পানিতে আবেদন চলছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে প্রাথীদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।

আবেদনের আগে দেখুন

১. ইংরেজিতে শক্তিশালী মৌখিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
২. ইংরেজিতে B2 স্তরের দক্ষতা থাকতে হবে।
৩. সকল মূল কাগজপত্রসহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
৪. সমস্ত সরকারি পরিচয়পত্র (আধার, প্যান এবং ভোটার) থাকা উচিত।
৫. WFO মোডে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতে হবে।
৬. নাইট শিফটে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতে হবে।
৭. তাৎক্ষণিকভাবে যোগদানকারী হতে হবে
৮. উইপ্রো লবণাক্ত হ্রদ সেক্টর থেকে ২৫ কিলোমিটার দূরে ক্যাব সীমানার মধ্যে থাকতে হবে।
ক্ষতিপূরণের বিবরণ:

প্রতিষ্ঠানের নাম : উইপ্রো লিমিটেড।
আবেদন মোড :Online

পোস্টের নাম :


★ডকুমেন্ট ভেরিফিকেশন জব
★ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
★ কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট
★ ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস
★ অন্যান্য পোস্ট

WIPRO New Recruitment 2025 শূন্যপদ :

এখানে মোট শূন্যপদ ৪২০০+ টি ।

WIPRO New Recruitment 2025 বয়স সীমা :

উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে ।

বেতন কাঠামো :

২৮০০০ – ৭৫০০০ টাকা প্রতিমাসে ।

শিক্ষাগত যোগ্যতা :

● Wipro নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন করার জন্য, প্রার্থীদের কমপক্ষে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক অথবা ITI, ডিপ্লোমা, অথবা BE/B.Tech-এর মতো যেকোনো ডিগ্রি পাস হতে হব

নিয়োগ প্রক্রিয়া :


★ কোন লিখিত পরীক্ষা হবে না ।
★ ডাইরেক্ট সিলেকশন হবে ।

আরও পড়ুন : Amazon New Recruitment 2025 – শূন্যপদ ৪৫০০।বাড়িতে বসে কাজ । Amazon Work from Home Job 2025 । বিস্তারিত পড়ুন

আবেদন মূল্য :


General,EWS,OBC আবেদন মূল্য লাগবে না ।
SC,ST & PWBW আবেদন মূল্য লাগবে না ।

আবেদন পদ্ধতি :


আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে অফিসিয়াল ওয়েবসাইট হল Wipro Website। সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস 👇

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) পাসপোর্ট সাইজের কালার ফটো
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬) সিগনেচার
৭) বায়োডাটা/CV

আরও পড়ুন : Water Department Recruitment 2025 । জল দপ্তরে মাধ্যমিক পাসে ৩৩১৪ টি শূন্যপদে নতুন আবেদন শুরু। বিস্তারিত পড়ুন

আরও পড়ুন 👉ব্যাঙ্ক অফ বরোদায় ৪০০০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ। Bank Of Baroda Apprentice new Recruitment 2025 । বিস্তারিত পড়ুন

WIPRO Apply Link
WIPRO Apply Notification 1
WIPRO Apply Notification 2
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। bongochakri.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । bongochakri.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Leave a Comment

Mhona