BDO Office New Recruitment 2025 | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ,প্রতিমাসে ২০ হাজার টাকা । বিস্তারিত পড়ুন

নিয়োগ সংক্ষিপ্ত তথ্য : বাঁকুড়া জেলা নিয়োগ ২০২৫ অফলাইনে আবেদন করুন- ভারতের বিভিন্ন রাজ্যে সর্বশেষ চাকরির শূন্যপদ, এই নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে, এতে আবেদন করার জন্য, সমস্ত প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য আপনার বয়স ১৮ বছর থেকে ৪০ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/স্নাতক ইত্যাদি হতে হবে। এতে কোনও লিখিত পরীক্ষা হবে না এবং আপনার বেতন প্রতি মাসে প্রায় ২০,০০০/- টাকা । আবেদনের শেষ তারিখ রয়েছে ১৬ মার্চ ২০২৫ ।

● BDO Office New Recruitment 2025

BDO Office New Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে বকুড়া জেলায় বিভিন্ন পদে আবেদন চলছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে প্রাথীদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।

নিয়োগ কারী সংস্থাSumangalam Home for Boys, Bishnupur, Bankura
Post nameGroup C & D
Age LimitMax 40 Years
Qualifications10th Pass
salary33,000/- Month
Aplication ModeOnline

পোস্টের নাম :

★অফিসার ইনচার্জ
★ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার
★ কাউন্সিলর
★ হাউস ফাদার
★ হেল্পের কাম নইট ওয়াচম্যান

BDO New Recruitment 2025 শূন্যপদ :

এখানে মোট শূন্যপদ ৬ টি ।

BDO New Recruitment 2025 বয়স সীমা :

উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ।

পদের নামবয়স
অফিসার ইনচার্জ২৭ – ৪২
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার
২১ – ৪০
কাউন্সিলর২৪ – ৪০
হাউস ফাদার২১ – ৪০
হেল্পের কাম নইট ওয়াচম্যান১৮ – ৪০

শিক্ষাগত যোগ্যতা :

পদের নামযোগ্যতা
অফিসার ইনচার্জযে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে
চাইল্ড ওয়েলফেয়ার অফিসারযে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে
কাউন্সিলরযে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে । এছাড়া পিজি ডিপ্লোমা করা থাকতে হচ্ছে
হাউস ফাদারযে কোন স্বীকৃত পড়েছে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে ।
হেল্পের কাম নইট ওয়াচম্যানযেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে ।

বেতন কাঠামো :

অফিসার ইনচার্জ৩৩,১০০
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার
২৩,১৭০
কাউন্সিলর২৩,১৭০
হাউস ফাদার১৪,৫৬৪
হেল্পের কাম নইট ওয়াচম্যান১২,০০০

নিয়োগ প্রক্রিয়া :

★ লিখিত পরীক্ষা
★ কম্পিউটার টেস্ট
★ ইন্টারভিউ

মোট ৩টি ধাপের মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে। প্রথমে, ৮০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। যারা পাস করবে তাদের ১০ নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। সবশেষে, ১০ নম্বরের ভাইভা ভয়েস টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

লিখিত পরীক্ষার সিলেবাস- ইংরেজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত এবং শিশু স্বাস্থ্য এবং পুষ্টি।

আবেদন মূল্য :

General,EWS,OBC আবেদন মূল্য লাগবে না ।
SC,ST & PWBW আবেদন মূল্য লাগবে না ।

Read More : WIPRO New Recruitment 2025 | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে উইপ্রো কোম্পানিতে আবেদন চলছে । বিস্তারিত পড়ুন

আবেদন পদ্ধতি :

আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে, সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের এই (recruitmentsumangalamhome@gmail.com) ইমেল আইডিতে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে।। এই সমস্ত ডকুমেন্টস 👇

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) পাসপোর্ট সাইজের কালার ফটো
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬) সিগনেচার
৭) বায়োডাটা/CV

আবেদন শুরু : ২৪ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শেষ : ১৬ই মার্চ ২০২৫


Online Apply link

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। bongochakri.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । bongochakri.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Leave a Comment

Mhona