Canara Bank Recruitment 2025 – কানাড়া ব্যাংকে নতুন কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন 20,000 টাকা । বিস্তারিত পড়ুন

● Canara Bank Recruitment 2025

চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । কানাড়া ব্যাংকে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।

নিয়োগকারী সংস্থা :
কানারা ব্যাঙ্ক সিকিউরিটিস লিমিটেড ।

পদের নাম :
DRMS ( ট্রেনি)

শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ বিজ্ঞপ্তিতে দেখো ।

বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে 21 থেকে 30 এর মধ্যে এবং সরকারি নিয়ম অনুসারে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড়া পেয়ে যাবে ।

বেতন :
প্রতিমাসে বেতন পাবে 20,000 টাকা

শিক্ষাগত যোগ্যতা :
প্রার্থীদের আবেদন করতে গেলে নূন্যতম যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস ।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আধার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪) কাস্ট সার্টিফিকেট

নিয়োগ প্রক্রিয়া :
এখানে প্রার্থীদের সরাসরি লিখত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ।

আবেদন মূল্য :
আবেদন করতে গেলে প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না ।

জব পোস্টিং :
পশ্চিমবঙ্গ : কলকাতা-দুর্গাপুর
উড়িষ্যা : ভুবনেশ্বর-কটক
আসাম : গোয়াহাটি

আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের অনলাইনে এসে আবেদন করতে হবে । এই অফিসিয়াল ওয়েবসাইট এসে – https://www.canmoney.in/careers। প্রথমে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে,সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে । অফলাইনেও আবেদন করতে পারবে ।

আবেদনের শেষ তারিখ : ৩১/০১/২০২৫

Official website link : Click here

Official notification PDF 1 : Click here

Official notification PDF 2 : Click here

Leave a Comment

Mhona