Central Industrial Security Force Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে।
তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন,জানুন, বুঝুন, এবং তারপর আবেদন করুন ।
প্রতিষ্ঠানের নাম : সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ।
পোস্টের নাম :
★ কনস্টেবল ।
★ ড্রাইভার ।
★ ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর ।
মোট শূন্যপদ : ১১২৪ টি
বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ৪/৩/২০২৫ হিসাবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে । এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড়া পেয়ে যাবেন ।
★ SC/ST 5 বছর
★ OBC 3 বছর
★ CISF এ কর্মরতরা ১০ বছর ।
বেতন : প্রতিমাসে বেতন পাবে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা :
মাধ্যমিক পাসরা,ছেলেরা ভারী মোটর ভেহিকেল বা ট্রান্সপোর্ট ভেহিকেল হালকা মোটর ভেহিকেল ও মোটর ,(সাইকেল গিয়াসহ) চালানোর বৈধ লাইসেন্স থাকলে ওই দুই পদের জন্যই ডাইরেক্ট প্রার্থী হিসেবে আবেদন করতে পারেন। হালকা ও ভারী গাড়ি চালানোর কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে । অভিজ্ঞতা হিসাব করা হবে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স পাওয়ার তারিখ থেকে।
শরীরের মাপজোখ :
শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৭ সেমি (ত্রিপুরা ,সিকিমের ছেলেরা আর তপশিলি উপজাতি সম্পদের ছেলেরা ৭ সেমি ছাড় পাবেন। বুকের ছাতি না ফুলিয়ে ৮০ আর ফুলিয়ে ৮৫ সেমি (অসম, ত্রিপুরা গোর্খা ও সিকিমরা দুই সেমি আর তপশিলি উপজাতিটা ৪ সেমি চার পাবেন । উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে।
বেতন : 21700 থেকে 69 হাজার 100 টাকা
নিয়োগ প্রক্রিয়া :
★ শারীরিক মান পরীক্ষা (PST)
★ শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
★ ডকুমেন্ট ভেরিফিকেশন
★ ড্রাইভিং পরীক্ষা
★ লিখিত পরীক্ষা
★ মেডিকেল পরীক্ষা
পরীক্ষা প্যাটার্ন :
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে বয়স ,শিক্ষার্থীর যোগ্যতা, উচ্চতা ,বুকের ছাতি, ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা ইত্যাদি দেখা হবে । এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে ৩ মিনিট ১৫ সেকেন্ডে ৮০০ মিটার দৌড় তিনবার সুযোগে, ১১ ফুট লং জাম তিনবার সুযোগে, সাড়ে তিন ফুট হাই জাম তিনবার সুযোগে । পরীক্ষার কোন একটিতে সফল না হলে বাতিল করা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে ১৩০ নম্বরের টেস্টে থাকবে এইসব বিষয়ে। হালকা গাড়ি চালানোর টেস্ট (ড্রাইভিং ৫০ নম্বর)। ভারী গাড়ি চালানোর টেস্ট (ড্রাইভিং ৫০ নম্বর) মোটর মেকানিকের কাছে জ্ঞান ও ছোটখাটো গাড়ি মেরামতির কাজের পরীক্ষায় (৩০ নম্বর)। কোয়ালিফাই নাম্বার হিসেবে হালকা গাড়ি চালানোর জন্য (২৫ নম্বর),ভারী গাড়ি চালানোর জন্য ২৫ নম্বর আর মোটর মেকানিকের জন্য ১৫ নম্বর পেতে হবে । সফল হলে ১০০ নম্বরের ১০০ টি অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে । সময় থাকবে একশো কুড়ি মিনিট । কোনো নেগেটিভ মার্ক নেই ।
আবেদন মূল্য :
জেনারেল/EWS : ১০০ টাকা
SC/ST/OBC/PWBD : Nill
আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে,এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে cisfrectt.cisf.gov.in/ । সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস 👇
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) বৈধ ভারী মোটর যানবাহন (HMV) লাইসেন্স
৫) ড্রাইভিং অভিজ্ঞতা সার্টিফিকেট ।
৫) কাস্ট সার্টিফিকেট ।
আবেদন শুরু : ২৮ জানুয়ারি ২০২৫
আবেদন শেষ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫
Website link : Click here