চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর ।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ – রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার, নর্থইস্ট রিজিওন (ICMR-RMRCNE), ডিব্রুগড়, আসাম, বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ভারতীয় তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে প্রাথীদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।
ICMR-RMRC Various Post Notification 2025 – Notification Out
মোট শূন্যপদ : ১১ টি Application mode : Online Who can apply ? : Male & Female |
পদের নাম
১. ল্যাব অ্যাটেনডেন্ট
২. টেকনিশিয়ান 1
৩. অপার ডিভিশন ক্লার্ক (UDC)
৪. লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
শিক্ষাগত যোগ্যতা
ল্যাব অ্যাটেনডেন্ট : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস এবং সঙ্গে ৫০% নাম্বার থাকতে হবে।
টেকনিশিয়ান 1 : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইন্স শাখায় উচ্চমাধ্যমিক পাস ৫৫% নাম্বার নিয়ে এবং DMLT করা থাকতে হবে ।
অপার ডিভিশন ক্লার্ক (UDC) : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস এবং ইংরেজিতে ৩৫টি শব্দ প্রতি মিনিটে এবং হিন্দিতে ৩০ টি শব্দ প্রতি মিনিটে টাইপিং করার স্পিড থাকতে হবে ।
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে এছাড়া ইংরেজিতে ৩৫টি শব্দ প্রতি মিনিটে এবং হিন্দিতে ৩০ টি শব্দ প্রতি মিনিটে টাইপিং করার স্পিড থাকতে হবে ।
বয়সসীমা
১. মিনিমাম বয়স ১৮ বছর হতে হবে
২. ম্যাক্সিমাম বয়স হবে ২৫ (Lab)
২৮ (Tech)
২৭ (LDC/UDC)
সরকারি নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা বয়সে ৫ বছর ছাড় এবং OBC রা বয়সে ৩ বছর ছাড় পাবেন ।
বেতন কাঠামো
১. ল্যাব অ্যাটেনডেন্ট : লেবেল 1 (১৮,০০০ – ৫৬,৯০০)
২. টেকনিশিয়ান 1 : লেবেল 2 (১৯,৯০০ – ৬৩,২০০)
৩. অপার ডিভিশন ক্লার্ক (UDC) : লেবেল 2 (১৯,৯০০ – ৬৩,২০০)
৪. লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) : লেবেল 4 (২৫,৫০০ – ৮১,১০০)
Application Fees আবেদন ফি
UR/OBC : 2000
SC/WOMEN : 1600
কারা আবেদন করতে পারবে ?
ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনযোগ্য ।
ভারতীয় নাগরিক হতে হবে ।
জব পোস্টিং : সারা ভারত জুড়ে
নিয়োগ পদ্ধতি বা সিলেকশন প্রসেস
অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে ।
শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের পরবর্তীতে টাইপিং টেস্টে ডেকে নেয়া হবে ।
টাইপিং স্পিড : ইংরেজিতে ৩৫টি শব্দ প্রতি মিনিটে এবং হিন্দিতে ৩০ টি শব্দ প্রতি মিনিটে টাইপিং করার স্পিড থাকতে হবে
সিলেবাস : জেনারেল স্টাডিজ,COMP, জিকে, ইংলিশ, ম্যাথ ।
১০০টি প্রশ্ন ১০০ নম্বর ৯০ মিনিট সময় (নেগেটিভ মার্ক ০.২৫)
আবেদন পদ্ধতি
- প্রার্থীদের আবেদন করার আগে অফিসিয়াল বিবরণটি মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
- নিচে দেওয়া অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করুন।
- আবেদনপত্রটি সাবধানে পূরণ করুন
- প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করুন
- অনলাইন / অফলাইন ফি প্রদান করুন
- আবেদনপত্রটি প্রিন্ট করুন / পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করুন।
গুরুত্বপূর্ণ তারিখ
Read More : শুধু মাধ্যমিক পাশে স্টেশনে টিকিট বুকিং সহায়ক নিয়োগ | Railway New Recruitment 2025 | বিস্তারিত পড়ুন |
নোটিশ প্রকাশিত হওয়ার তারিখ | ঘোষণা করা হবে |
অনলাইনে আবেদনের শেষ তারিখ | ঘোষণা করা হবে |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অনলাইনে আবেদন করুন | এখানে ক্লিক করুন |
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | এখানে ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক | এখানে ক্লিক করুন |
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। bongochakri.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পোর্টালে । bongochakri.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার, তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। |