Consumer Affairs Department Recruitment 2025 : ক্রেতা সুরক্ষা দপ্তরে মাধ্যমিক পাশে ১৫ হাজার টাকায় নতুন আবেদনের সুযোগ !

● Consumer Affairs Department Recruitment 2025

● Consumer affairs departmentrecruitment 2025 west bengal

● Consumer Affairs Department,West Bengal

● Ministry of Consumer Affairsvacancy

● Ministry of Consumer Affairs list

● State Consumer Forum Vacancy

● Consumer Affairs DepartmentWest Bengal minister

ক্রেতা সুরক্ষা দপ্তরে ১৫ হাজার টাকা বেতনে ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে । এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং বয়সে তবে ৬৪ বছরের মধ্যে এখানে ক্রেতা সুরক্ষা দপ্তরে স্টেনোগ্রাফার পদে জন্য আবেদন শুরু হয়ে গেছে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে ।

Consumer Affairs Department Recruitment 2025 : চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । ক্রেতা সুরক্ষা দপ্তরে ১৫ হাজার টাকা বেতনে মাধ্যমিক পাশে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে প্রাথীদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।

পদের নাম :
ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ সি)

শূন্যপদের সংখ্যা 17 টি

★ জলপাইগুড়ি
★ আসানসোল
★ শিলিগুড়ি
★ আলিপুরদুয়ার
★ কলকাতা
★ বাঁকুড়া
★ কোচবিহার
★ দক্ষিণ দিনাজপুর
★ মালদা
★ পশ্চিম মেদিনীপুর
★ পুরুলিয়া
★ উত্তর দিনাজপুর
★ কালিম্পং
★ পশ্চিম বর্ধমান

শিক্ষাগত যোগ্যতা :
উল্লেখিত পদে আবেদন করতে গেলে প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে স্টেনোগ্রাফারের দক্ষতা অর্জন করেছেন তারা এই পদে আবেদন করতে পারবে। এখানে রিটায়ার্ড স্টেনোগ্রাফার বা ফ্রেসার্স স্টেনোগ্রাফাররা আবেদন করতে পারবে।

মাসিক বেতনের পরিমাণ :
উল্লেখিত পদে নিযুক্ত সমস্ত কর্মীদের প্রতি মাসে ২৫০০০ টাকা বেতন প্রদান করা হবে। এর পাশাপাশি রাজ্য সরকারি দপ্তরের কর্মচারী হিসেবে যে সমস্ত সুযোগ-সুবিধা গুলি পাবেন, আর বিবরণ জানতে অবশ্যই পড়তে হবে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি।

নিয়োগ পদ্ধতি- পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে অত্যন্ত সহজ নিয়োগ পদ্ধতির মাধ্যমে যোগ্য কর্মীদের বাছাই করা হবে। এই বিষয়ে জানার জন্য অবশ্যই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে।

আবেদন পদ্ধতি :
আবেদনে ইচ্ছুক প্রার্থীরা এদের এই (https://alipurduar.gov.in/notice_category/recruitment/) ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত জেনে বুঝে আবেদন করো । প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে তার সাথে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এটাস্ট করে এদের ঠিকানায় জমা করতে হবে ।

আবেদন ফার্ম জমা দেওয়ার ঠিকানা :

আবেদনের শেষ তারিখ : ২৮ শে ফেব্রুয়ারি ২০২৫
নোটিস ডাউনলোড লিংকClick here
ওয়েবসাইট লিঙ্কClick here
টেলিগ্রাম লিংকClick here

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। bongochakri.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । bongochakri.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Leave a Comment

Mhona