
Education Department Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । শিক্ষা দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে-মেয়ে সবাই তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।
পদের নাম :
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ ১০ টি
বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ এর মধ্যে এবং সরকারি নিয়ম অনুসারে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড়া পেয়ে যাবে ।
বেতন :
প্রতিমাসে বেতন পাবে ১৯৯০০ টাকা থেকে শুরু করে ৬৩২০০ টাকা পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতা :
প্রার্থীদের আবেদন করতে গেলে নূন্যতম যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস । এবং সাথে এখানে তোমাদের একটি টাইপিং টেস্ট নেওয়া হবে
ইংরেজিতে ৩৫টি শব্দ প্রতি মিনিটে
হিন্দিতে ৩০টি শব্দ প্রতি মিনিটে
নিয়োগ পদ্ধতি :
Stage I Written test – Objective type test
Stage II Skill test – Typing test on computer
সিলেবাস :
আবেদন মূল্য :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে ১০০০টাকা (General,EWS,OBC) এবং SC,ST & PWBW প্রার্থীদের ৫০০ টাকা
আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে অফিসিয়াল ওয়েবসাইট হল https://www.niepa.ac.in । সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৪/০২/২০২৫