● Forest Department Recruitment 2025
Forest Department Recruitment 2025 : চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । বন বিভাগে মাধ্যমিক পাসে নতুন আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 । রাজ্যের বন বিভাগে মাধ্যমিক পাসে ফরেস্ট গার্ড পদে আবেদনর জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।
প্রতিষ্ঠানের নাম : | ফরেস্ট ডিপার্টমেন্ট |
পোস্টের নাম :
★ বনরক্ষী (Forest Guard)
Forest Department Recruitment 2025 বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে । এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবেন SC/ST-5,OBC-3 ।
Forest Department Recruitment 2025 বেতন :
ফরেস্ট গার্ড পদে প্রতিমাসে বেতন ৫৪০০ থেকে ২৫,২০০ টাকা, গ্রেড পে ১৯০০ টাকা।
Forest Department Recruitment 2025 শিক্ষাগত যোগ্যতা :
★ উল্লেখিত পদে আবেদন করতে গেলে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রার্থীদেরকে মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করে থাকতে হবে ।
Forest Department Recruitment 2025 পরীক্ষার প্যাটার্ন :
সময় : ৬০ মিনিট
নেগেটিভ মার্কিং : ০.২৫
S.N | Subject | Question | Marks |
1. | জেনারেল এওয়ারনেস এবং জেনারেল নলেজ | ৩০ | ৩০ |
2. | ইংলিশ | ২০ | ২০ |
3. | এলিমেন্টারি ম্যাথমেটিক্স | ৩০ | ৩০ |
4. | রিজনিং | ১০ | ১০ |
Forest Department Recruitment 2025 সিলেকশন প্রসেস :
লিখিত পরীক্ষা
পার্সোনাল ইন্টারভিউ
আবেদন মূল্য :
General,EWS,OBC আবেদন মূল্য লাগবে ২২০ টাকা ।
SC,ST & PWBD আবেদন মূল্য লাগবে ২০ টাকা ।
Read More : IOCL New Recruitment 2025 । ২৪৬ টি শূন্যপদে মাধ্যমিক পাসে বিভিন্ন পোস্ট নিয়োগ শুরু 2025 । বিস্তারিত পড়ুন
WB বন বিভাগ ২০২৫২-এর জন্য কীভাবে আবেদন করবেন ?
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে অফিসিয়াল ওয়েবসাইট হল www.westbengalforest.gov.in-এ লগ ইন করুন । সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে ।ক্রেডিট/ডেবিট কার্ড ব্যবহার করে আবেদন ফি প্রদান করুন। শেষে পরীক্ষার রেফারেন্সের জন্য আবেদনপত্রের কপি সংরক্ষণ করুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) কাস্ট সার্টিফিকেট ।
৫) পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
আবেদন শুরু : ৬ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শেষ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। bongochakri.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । bongochakri.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। |