Kolkata City Civil Court Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । রাজ্যে কলকাতা সিটি সিভিল জর্জ কোর্টে বিভিন্ন পোস্টে স্থায়ী ক্লার্ক,গ্রুপ-ডি,DEO নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে।
তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন,জানুন, বুঝুন, এবং তারপর আবেদন করুন ।
কলকাতা সিটি সিভিল কোর্ট নিয়োগ 2025 : সিটি সিভিল কোর্ট কলকাতা দুটি পৃথক বিজ্ঞপ্তির অধীনে একাধিক পদে নিয়োগের ঘোষণা করেছে : একটি কলকাতার সিটি সিভিল কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য এবং অন্যটি কলকাতার বাণিজ্যিক আদালতে নিয়োগের জন্য ৷ উপলব্ধ পদগুলির মধ্যে রয়েছে ইংরেজি স্টেনোগ্রাফার (গ্রুপ-বি), নিম্ন বিভাগ সহকারী (গ্রুপ-সি), ডেটা এন্ট্রি অপারেটর (গ্রুপ-সি), গ্রুপ-ডি, এবং সমন বেলিফ।
প্রতিষ্ঠানের নাম : কলকাতা সিটি সিভিল জর্জ কোর্ট এবং অন্যটি কলকাতার বাণিজ্যিক আদালত ।
পোস্টের নাম :
★ ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-বি) ।
★ লোয়ার ডিভিশন এসিস্ট্যান্ট (গ্রুপ-সি) ।
★ ডেটা এন্ট্রি অপারেটর (গ্রুপ-সি) ।
★ গ্রুপ ডি ।
★ সমন বেলিফ (গ্রুপ-সি) ।
মোট শূন্যপদ : ২৮ টি
বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড়া পেয়ে যাবেন ।
★ ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-বি) : UR: 32 বছর, SC/OBC: 35 বছর, ST: 37 বছর ।
★ লোয়ার ডিভিশন এসিস্ট্যান্ট (গ্রুপ-সি) : UR: 40 বছর, SC/OBC: 43 বছর, ST: 45 বছর ।
★ ডেটা এন্ট্রি অপারেটর (গ্রুপ-সি) : UR: 40 বছর, SC/OBC: 43 বছর, ST: 45 বছর ।
★ গ্রুপ ডি : UR: 40 বছর, SC/OBC: 43 বছর, ST: 45 বছর ।
★ সমন বেলিফ (গ্রুপ-সি) : UR: 40 বছর, SC/OBC: 43 বছর, ST: 45 বছর ।
বেতন :
★ ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-বি) : 32,100 – 82,900 (লেভেল-10) ।
★ লোয়ার ডিভিশন এসিস্ট্যান্ট (গ্রুপ-সি) : 22,700 – 58,500 (লেভেল-6) ।
★ ডেটা এন্ট্রি অপারেটর (গ্রুপ-সি) : 22,700 – 58,500 (লেভেল-6) ।
★ গ্রুপ ডি : 17,000 – 43,600 (লেভেল-1) ।
★ সমন বেলিফ (গ্রুপ-সি) : 21,000 – 54,000 (লেভেল-5) ।
শিক্ষাগত যোগ্যতা :
★ ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-বি) : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাস এবং শর্টহ্যান্ডে 80 wpm, টাইপিংয়ে 30 wpm, কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে ।
★ লোয়ার ডিভিশন এসিস্ট্যান্ট (গ্রুপ-সি) : মাধ্যমিক পাস, কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট ।
★ ডেটা এন্ট্রি অপারেটর (গ্রুপ-সি) : মাধ্যমিক পাস, কম্পিউটার অ্যাপ্লিকেশনে 1-বছরের ডিপ্লোমা, প্রতি ঘন্টায় 8000 কী ডিপ্রেশন থাকতে হবে।
★ গ্রুপ ডি : এইট পাস, রাজ্য ভার্নাকুলার জ্ঞান ।
★ সমন বেলিফ (গ্রুপ-সি) : এইট পাস হতে হবে ।
নিয়োগ প্রক্রিয়া :
★ লিখিত পরীক্ষা
★ স্কিল টেস্ট
★ পার্সোনালিটি টেস্ট
পরীক্ষা প্যাটার্ন :
★ ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-বি) : স্ক্রীনিং টেস্ট, ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন পরীক্ষা, টাইপিং পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, এবং ব্যক্তিত্ব পরীক্ষা।
★ লোয়ার ডিভিশন এসিস্ট্যান্ট (গ্রুপ-সি) : প্রাথমিক পরীক্ষা (MCQ), প্রধান লিখিত পরীক্ষা (ইংরেজি এবং আঞ্চলিক ভাষা), কম্পিউটার দক্ষতা পরীক্ষা, এবং ব্যক্তিত্ব পরীক্ষা।
★ ডেটা এন্ট্রি অপারেটর (গ্রুপ-সি) : প্রতিযোগিতামূলক পরীক্ষা (জিকে, গণিত, ইংরেজি, কম্পিউটার দক্ষতা), ডেটা এন্ট্রি স্পিড টেস্ট এবং ইন্টারভিউ।
★ গ্রুপ ডি : লিখিত পরীক্ষা (MCQ) এবং ব্যক্তিত্ব পরীক্ষা।
★ সমন বেলিফ (গ্রুপ-সি) : লিখিত পরীক্ষা (MCQ) এবং ব্যক্তিত্ব পরীক্ষা।
আবেদন মূল্য :
★ ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-বি) : UR 700,SC 700,ST 00,EWS 00
★ লোয়ার ডিভিশন এসিস্ট্যান্ট (গ্রুপ-সি) : UR 600,SC 600,ST 600,EWS 450
★ ডেটা এন্ট্রি অপারেটর (গ্রুপ-সি) : UR 600,SC 600,ST 600,EWS 450
★ গ্রুপ ডি : UR 500,SC 500,ST 500,EWS 450
★ সমন বেলিফ (গ্রুপ-সি) : UR 600,SC 600,ST 600,EWS 450
আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে,এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে https://citycivilcourtcalcutta.dcourts.gov.in/ । সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস 👇
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) কম্পিউটার সার্টিফিকেট ।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬)স্থানীয় বাসিন্দা প্রমান পত্র ।
আবেদন শুরু : ২৮ জানুয়ারি ২০২৫
আবেদন শেষ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫