Free Job No Charges
L&T তে কাজের জন্য FSO ( Field loan Officer )
শুধু মাএ Group তৈরি করে Loan process & collection
বাড়ি থেকে 50Km To 70Km দূরে Branch দেবে এবং সেখানে থেকে কাজ করতে হবে তাই ভেবে আবেদন করবেন….
Job Location –
All Over West Bengal
Salary- 14500/- To 17500/- + PF + ESI + Incentive + TA + Mediclaim + Insurance
Bike & Licences / Lerner Mandatory
Qualification – HS / Graduate Pass Minimum
Age – 21 To 33
Duty Time – 7Am to Daily Work Complete
Week of – Company Rules
যোগাযোগ -9330299243(শুধুমাত্র আগ্রহী ব্যক্তিরা আমার হোয়াটসঅ্যাপে সিভি পাঠান এবং উল্লেখ করুন L & T Microfinance)
কাজের বিবরণ:
𝗟&𝗧 𝗠𝗶𝗰𝗿𝗼 𝗙𝗶𝗻𝗮𝗻𝗰𝗲 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝘀
𝗙𝗟𝗢: গ্রামে গ্রামে গিয়ে loan এর EMI গুলো কালেকশন করা এবং নতুন কোরে গ্রুপ বানিয়ে তাদেরকে loan করানো।
𝗙𝗖𝗢 : শুধুমাত্র বকেয়া EMI রাশিগুলো কালেকশন করা। নতুন গ্রুপ তৈরী করতে হয় না।
হোম লোকেশন থেকে ৫০ থেকে ১০০ কিলোমিটার এর মধ্যে যে কোনো ব্রাঞ্চ এ পোস্টিং হতে পারে, এটা সম্পূর্ণ ডিসাইড করবে কোম্পানি 𝗛𝗥.
কাজ শুরু হবে সকাল ৭ টা, শেষ হতে কোনো দিন রাত ৭ টা আবার ৯-১০ টা বাজতে পারে। মাঝখানে ২-৩ ঘন্টা ব্রাঞ্চ এ বিশ্রাম সময় থাকে।
থাকা খাওয়া কোম্পানি ব্যবস্থা কোরে দেবে কিন্তু থাকা খাওয়ার জন্য যা খরচা হবে সেটা নিজের থাকবে। প্রতি মাসে আনুমানিক ২ হাজার মতো খরচ হয়। কেউ যদি ব্রাঞ্চ এর আশেপাশে নিজস্ব রুম নিয়ে থাকতে চায় সে ক্ষেত্রে কোম্পানির কোনো আপত্তি থাকবে না।
১ থেকে ১২ তারিখ পর্যন্ত কোনো ছুটি থাকবে না। একমাত্র মেডিকেল সমস্যা থাকলে ছুটি মঞ্জুর করা হবে। কারণ ঐ সময় কালেকশন করতে হয়,আর ১২ তারিখ এর পর ৪টে ছুটি থাকবে, এই সময় নতুন গ্রুপ বানানো এবং Loan করানো হয়ে থাকে।
বাইকের তেলের জন্য প্রত্যেক মাসে ৩৬০০ টাকা প্রদান করা হবে। যখন কালেকশন করবে তার উপর ইন্সেন্টিভ থাকবে এবং নতুন গ্রুপ বানিয়ে যখন loan provide করবে তার উপরেও ইন্সেন্টিভ থাকবে, এখানে ইন্সেন্টিভ হিসেবে প্রতি মাসে ৩ থেকে ৪০ হাজার টাকা অব্দি এক্সট্রা earning করতে পারবে। ইন্সেন্টিভ রাশি প্রতি মাসে স্যালারির সাথে পেয়ে যাবে। স্যালারি প্রত্যেক মাসের ২৪ তারিখ একাউন্ট এ পেয়ে যাবে।
𝗦𝗮𝗹𝗮𝗿𝘆 : 𝗛𝗦 𝗣𝗮𝘀𝘀 — 𝟭𝟰,𝟯𝟬𝟬 +𝗣𝗙, 𝗘𝗦𝗜𝗖
𝗚𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 : –𝟭5𝟯𝟬𝟬 + 𝗣𝗙, 𝗘𝗦𝗜𝗖
𝗘𝘅𝗽𝗿𝗶𝗲𝗻𝗰𝗲 : — 𝟭6300/
𝗶𝗻𝗰𝗲𝗻𝘁𝗶𝘃𝗲 𝗘𝘅𝘁𝗿𝗮. 𝗯𝗶𝗸𝗲 𝗼𝗶𝗹 𝗲𝘅𝘁𝗿𝗮.
এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট এর ক্ষেত্রে 𝗡𝗢𝗖 𝗢𝗿 𝗥𝗲𝗹𝗶𝘃𝗶𝗻𝗴 𝗹𝗲𝘁𝘁𝗲𝗿 অবশ্যই থাকতে হবে। Bharat Finance এর কোনো ক্যান্ডিডেট নেওয়া হবে না। যদি আগের কোম্পানিতে কারো Absconding থাকে তাহলে তাকে রিজেকশন করা হবে।
বাইক লাইসেন্স অবশ্যই লাগবে। একটিভ লার্নার গ্রহণযোগ্য।
পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার ক্যান্ডিডেট, যে কোনো জায়গায় আবেদন করতে পারবে।
𝗛𝗼𝘄 𝗧𝗼 𝗷𝗼𝗶𝗻 : সবার প্রথমে ইন্টারভিউ এটেন্ড করতে হবে,ইন্টারভিউ ভালো দিলে সিলেকশন করা হবে, এরপর ডকোমেন্টস ভেরিফিকেশন হবে, সব কিছু সঠিক থাকলে ট্রেনিং করার জন্য ডাকা হবে। চার দিনের ট্রেনিং হবে, ট্রেনিং চলাকালীন আপনার থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি provide করবে। এরপর ৩ থেকে ৭ দিনের মধ্যে আপনাকে প্লেসমেন্ট দেওয়া হবে।
সব কিছু জানার পর আপনি যদি কাজটি করতে আগ্রহী থাকেন তাহলে ম্যাসেজ বক্সে লিখুন 𝗜𝗻𝘁𝗮𝗿𝗲𝘀𝘁𝗲𝗱.
𝗡𝗲𝘅𝘁 𝗣𝗿𝗼𝗰𝗲𝘀𝘀 আপনাকে শেয়ার করা হবে।
বিনামূল্যে চাকরির আপডেট পেতে অ্যাড থাকো: আমাদের টেলিগ্রাম চ্যানেল |