● PWD Department Recruitment 2025
নিয়োগ সংক্ষিপ্ত তথ্য : পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট নিয়োগ ২০২৫ অনলাইনে আবেদন করুন- ভারতের বিভিন্ন রাজ্যে সর্বশেষ চাকরির শূন্যপদ, এই নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে,এতে আবেদন করার জন্য, সমস্ত প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য আপনার বয়স ১৮ বছর থেকে ৪৫ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এইট/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/স্নাতক ইত্যাদি হতে হবে। এখানে একটি লিখিত পরীক্ষা হবে এবং আপনার বেতন প্রতি মাসে প্রায় ২০,০০০/- টাকা । আবেদন শুরু হবে এপ্রিল থেকে মে মাসের এর মধ্যে। |
PWD Department Recruitment 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । এইট পাশ,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে (PWD ) বিভিন্ন পদে আবেদন চলছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে প্রাথীদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।
প্রতিষ্ঠানের নাম : | পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট (PWD) |
আবেদন মোড : | Online |
করা আবেদন করতে পারবে : | সমস্ত ভারতীয় নাগরিক |
পোস্টের নাম :
★স্টেনোগ্রাফার
★ ক্লার্ক
★ MTS
★ অ্যাসিস্ট্যান্ট
★ জুনিয়র ইঞ্জিনিয়ার
★ নার্স
★ সুপারভাইজার
★ লাইব্রেরিয়ান
★ কম্পিউটার অপারেটর
★ কেস ওয়ার্কার
★ পিয়ন
★ ড্রাইভার
PWD Department Recruitment 2025 শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ ৮৬৫০ টি ।
PWD Department Recruitment 2025 বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ।
PWD Department Recruitment 2025 বেতন কাঠামো :
৫২০০ থেকে ২০২০০ টাকা
PWD Department Recruitment 2025 শিক্ষাগত যোগ্যতা :
পদের নাম | যোগ্যতা |
---|---|
স্টেনোগ্রাফার | উচ্চমাধ্যমিক পাস |
ক্লার্ক | মাধ্যমিক পাস |
MTS | মাধ্যমিক পাস |
অ্যাসিস্ট্যান্ট | গ্রাজুয়েশন পাস |
জুনিয়র ইঞ্জিনিয়ার | ডিপ্লোমা |
নার্স | GNM |
সুপারভাইজার | উচ্চমাধ্যমিক পাস |
লাইব্রেরিয়ান | ব্যাচেলর ডিগ্রী অফ লাইব্রেরী সায়েন্স |
কম্পিউটার অপারেটর | উচ্চ মাধ্যমিক পাস + টাইপিং |
কেস ওয়ার্কার | মাধ্যমিক পাস |
পিয়ন | এইট পাশ |
ড্রাইভার | এইট পাস + LMV,HMV |
সিলেকশন প্রসেস :
● লিখিত পরীক্ষা
● স্কিল টেস্ট
● DV
● মেডিকেল টেস্ট
আবেদন মূল্য :
General,EWS,OBC আবেদন মূল্য লাগবে না ।
SC,ST & PWBW আবেদন মূল্য লাগবে না ।
Read More : BDO Office New Recruitment 2025 | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ,প্রতিমাসে ২০ হাজার টাকা । বিস্তারিত পড়ুন |
PWD Department Recruitment 2025 আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে, সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে এই ওয়েবসাইটে এসে (https://wbpwd.gov.in/) সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিতে হবে।। এই সমস্ত ডকুমেন্টস 👇
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) পাসপোর্ট সাইজের কালার ফটো
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬) সিগনেচার
৭) বায়োডাটা/CV
আবেদন শুরু : এপ্রিল-মে ২০২৫
Online Apply link
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। bongochakri.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । bongochakri.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। |