শিয়ালদা ডিভিশনের অন্তর্গত ৮৪ টি স্টেশনের তরফ থেকে ATVM ফেসিলেটর নিয়োগ করা হচ্ছে । তোমাদের কাজ হবে ATVM মেশিনের দ্বারা রেল যাত্রীদের কাছেটিকিট সেল করা । মাধ্যমিক পাস করে থাকলে নিজের স্টেশনে কাজ করতে পারবে ।
● Railway Sealdah Division ATVM Facilitator Recruitment 2025
শিয়ালদা ডিভিশনের অন্তর্গত ৮৪ টি স্টেশনের তরফ থেকে ATVM ফেসিলেটর নিয়োগ করা হচ্ছে । এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং বয়সে তবে ১৮ থেকে ৪০ এর মধ্যে এখানে শিয়ালদা ডিভিশনের জন্য আবেদন শুরু হয়ে গেছে ১৪ই ফেব্রুয়ারি থেকে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে এবং মালদা ডিভিশনের জন্য তোমাদের আবেদন শুরু হয়েছে ৮ই ফেব্রুয়ারি থেকে শেষ হবে ৭ই মার্চের মধ্যে।
Railway Sealdah Division ATVM Facilitator Recruitment 2025 : চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । শিয়ালদা ডিভিশনের অন্তর্গত ৮৪ টি স্টেশনের তরফ থেকে ATVM ফেসিলেটর পদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা শিয়ালদা ডিভিশনের ৮৪ টি স্টেশনে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে প্রাথীদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন। কোনরকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি নিয়োগের সুযোগ রয়েছে তাই সবাই আবেদন করো।
পদের নাম :
এখানে Automatic Ticket Vending Machine (ATVM) Facilitators পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে।
Station Name | Vacancy |
---|---|
Agarpara (AGP) | 04 |
Akra (AKRA) 04 | 04 |
Aranghata (AG) | 04 |
Badkulla (BDZ) | 01 |
Bagula (BGL) | 04 |
Baharu (BARU) | 04 |
Bally Ghat (BLYG) | 04 |
Ballygunge Jn. (BLN) | 08 |
Barasat Jn. (BT) | 01 |
Barrackpore (BP) | 09 |
Bashirhat (BSHT) 01 | 01 |
Belghoria (BLH) | 05 |
Benoy Badal Dinesh Bag(BBDB) | 04 |
Bhasila (BSLA) | 03 |
Bidhannagar Road (BNXR) | 05 |
Bidyadharpur (BDYP) | 02 |
Bira (BIRA) | 03 |
Birati (BBТ) | 01 |
Birnagar (BIJ) | 04 |
Bisharpara Kodalia (BRPK) | 03 |
Bongaon Jn. (BLN) | 03 |
Canning (CG) | 03 |
Chakdah (CDH) | 05 |
Champahati (CHT) | 04 |
Chandpara(CDP) | 03 |
Dakhineswar (DAKE) | 04 |
Deula (D) | 01 |
Dhakuria (DHK) | 04 |
Dhamua (DMU) | 03 |
Diamond Harbour (DH) | 03 |
Dumdum Jn. (DDJ) | 06 |
Durganagar (DGNR) | 04 |
Duttapukur (DTK) | 03 |
Gangnapur (GGP) | 03 |
Garia (GIA) | 01 |
Ghutiyari Sharif (GOF) | 02 |
Gobardanga (GBG) | 01 |
Gocharan (GCN) | 02 |
Gopal Nagar (GN) | 04 |
Guma (GUMA) | 04 |
Habra (HВ) | 02 |
Halisahar (HLR) | 04 |
Harua Road (HRO) | 02 |
Hotar (HТ) | 02 |
Hridaypur (HHR) | 03 |
Ichhapur (IP) | 03 |
Jadavpur (JDP) | 07 |
Jagaddal (JGDL) | 02 |
Jaynagar Majilpur (JNM) | 03 |
K. Budge Budge (KBGB) | 05 |
Kalikapur (KLKR) | 04 |
Kalyani Jn. (KYI) | 06 |
Kalyanpur (KYP) | 02 |
Khardah (KDH) | 04 |
Kolkata Terminal (KOAA) | 02 |
Machhalandapur (MSL) | 01 |
Madanpur (MPJ) | 04 |
Madhyamgram (MMG) | 02 |
Magrahat (MGT) | 04 |
Majerhat (MJT) | 03 |
Majhdia (MIJ) | 04 |
Majhergram (MAJ) | 03 |
Mallikpur (MAK) | 03 |
Murshidabad Jn. (MBB) | 01 |
Namkhana (NMKA) | 02 |
Nangi (NAI) | 03 |
New Alipore (NACC) | 04 |
New Barrackpore (NBE) | 04 |
New Garia (NGRI) | 03 |
Palta (PTF) | 04 |
Park Circus (PQS) | 02 |
Payradanga (PDX) | 04 |
Phulia (FLU) | 01 |
Piali (PLF) | 01 |
04Sangrampur (SNU) | 04 |
Shasan Road (SSRD) | 02 |
Shyamnagar (SNR) | 02 |
Simurali (SMX) | 04 |
Sodepur (SEP) | 06 |
Taldi (TLX) | 03 |
Thakur Nagar (TKNR) | 02 |
Titagarh (TGH) | 04 |
Tollygunge (TLG) | 03 |
Total Vacancy | 274 |
শূন্য পদের সংখ্যা :
ভারতীয় পূর্ব রেল ডিভিশনের পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, শিয়ালদা ডিভিশনের মোট ৮৩ স্টেশনে ২৭৪ জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
উল্লেখিত পদে আবেদন করতে গেলে প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা অর্জন করে থাকতে হবে ।
বয়স সীমা :
উল্লেখিত পদে আবেদন করতে গেলে প্রার্থীদের অন্ততপক্ষে 18 বছর বয়স হতে হবে । বয়সের উদ্দেশ্যময় রেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি । তো মোটামুটি ১৮ থেকে ৪০ এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে ।
বেতন কাঠামো :
এই পদে নিযুক্ত প্রার্থীরা মোট টিকিট ছেলের উপরে ৩ শতাংশ হারে বেতন পাবে অর্থাৎ শিয়ালদহ ডিভিশনের ব্যস্ত স্টেশন গুলোতে যদি তোমরা নিযুক্ত হতে পারো সে ক্ষেত্রে তোমাদের মোটামুটি ২৫ থেকে ৩০ হাজার বা তার ঊর্ধ্বে বেতন কাঠামো হতে পারে ।
আবেদন পদ্ধতি :
আবেদনে ইচ্ছুক প্রার্থীরা এদের এই (er.indianrailways.gov.in) ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত জেনে বুঝে আবেদন করো । প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে তার সাথে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এটাস্ট করে এদের ঠিকানায় জমা করতে হবে ।
আবেদন ফার্ম জমা দেওয়ার ঠিকানা :
Office of Sr. Divisional Commercial Manager, Eastern Railway, Sealdah, DRM Building, Room No.-44, 16 Kaiser Street, Kolkata-700014
সিকিউরিটি ডিপোজিট :
উল্লেখিত পদে তোমাদেরকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে । পরবর্তী সময়ে তোমরা যদি ভালো কাজ দেখাতে পারো সে ক্ষেত্রে তোমাদের এই সময়সীমা বাড়তে পারে । প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এই পদে আবেদন করতে গেলে তোমাদের ২৫০০০ থেকে ৫০০০০ টাকার মধ্যে সিকিউরিটি ডিপোজিট মানি জমা করতে হবে ।
গুরুত্বপূর্ণ তারিখ :
বিজ্ঞপ্তি প্রকাশ | ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ |
আবেদন শুরু | ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ |
আবেদন শেষ | ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ |