ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC) ক্লারিক্যাল ক্যাডার পদের জন্য অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানিয়ে 28শে জানুয়ারী 2025 তারিখে অফিসিয়াল বিজ্ঞপ্তি pdf প্রকাশ করেছে। নিয়োগ ড্রাইভের মাধ্যমে সহকারী (গ্রেড-১) ক্লার্ক, সহকারী (গ্রেড-২), কেরানি, সহকারী / সুপারভাইজার / ক্যাশিয়ার, জুনিয়র সহকারী / জুনিয়র সুপারভাইজার (গ্রেড-৪) ইত্যাদি পদের জন্য মোট 85টি শূন্যপদ প্রকাশ করা হয়েছে।
WB CO OPERATIVE BANK RECRUITMENT 2025 – চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । রাজ্যে সমবায় দপ্তরে বিভিন্ন পোস্টে স্থায়ী ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে।
তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন,জানুন, বুঝুন, এবং তারপর আবেদন করুন ।
প্রতিষ্ঠানের নাম : পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC)
পোস্টের নাম :
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেড I) ক্লার্ক
★ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র সুপারভাইজার/ জুনিয়র ক্যাশিয়ার/ জুনিয়র লেজার কিপার (সমস্ত পদ গ্রেড IV)
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেড II)
★ ক্ল্যারিক্যাল
★ অ্যাসিস্ট্যান্ট / সুপারভাইজার /
ক্যাশিয়ার
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেড I)
মোট শূন্যপদ : ৮৫ টি
বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে । এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড়া পেয়ে যাবেন ।
জেনারেল : ১৮ – ৪০ বছর
SC : ১৮ – ৪৫ বছর
ST : ১৮ – ৪৫ বছর
OBC : ১৮ – ৪৫ বছর
বেতন :
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেড I) ক্লার্ক : ৩৮,৩৪০ টাকা ।
★ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র সুপারভাইজার/ জুনিয়র ক্যাশিয়ার/ জুনিয়র লেজার কিপার (সমস্ত পদ গ্রেড IV) : ৩৪,৬১৫ টাকা ।
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেড II) : ৪০,৪০৯ টাকা ।
★ ক্ল্যারিক্যাল : ৫৮,৬৪৪ টাকা ।
★ অ্যাসিস্ট্যান্ট / সুপারভাইজার /
ক্যাশিয়ার : ৪২,৯৪৯ টাকা ।
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেড I) : ২১,৮৮৩ টাকা
শিক্ষাগত যোগ্যতা (WEBCSC):
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেড I) ক্লার্ক :
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে । এবং
কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে ।কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে 6 মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ।
★ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র সুপারভাইজার/ জুনিয়র ক্যাশিয়ার/ জুনিয়র লেজার কিপার :
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে । এবং
MS Word এর মত বেসিক কম্পিউটারর জ্ঞান থাকতে হবে ।
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেড II) :
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে ।
কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে 6 মাসের সার্টিফিকেট কোর্স সহ প্রাথমিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে ।
★ ক্ল্যারিক্যাল :
ন্যূনতম 45% নম্বর সহ যেকোনো বিষয়ে স্নাতক বা উচ্চ মাধ্যমিকে কমপক্ষে 50% সহ স্নাতক পাস (বা সমতুল) যোগ্যতা থাকতে হবে ।
বেসিক কম্পিউটার জ্ঞানে ডিপ্লোমা হতে হবে ।
★ অ্যাসিস্ট্যান্ট / সুপারভাইজার /
ক্যাশিয়ার :
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে ।
কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে 6 মাসের সার্টিফিকেট কোর্স সহ প্রাথমিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে ।
★ অ্যাসিস্ট্যান্ট (গ্রেড I) : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস ।
MS Word এর মত বেসিক কম্পিউটারর জ্ঞান থাকতে হবে ।
নিয়োগ প্রক্রিয়া :
★ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
★ বর্ণনামূলক লিখিত পরীক্ষা
★ ইন্টারভিউ
পরীক্ষা প্যাটার্ন :
★ WEBCSC পরীক্ষা একটি অনলাইন কম্পিউটার-ভিত্তিক মোডে পরিচালিত হবে।
★ মোট 85টি উদ্দেশ্যমূলক ধরনের বহুনির্বাচনী প্রশ্ন করা হবে।
★ প্রতিটি সঠিক উত্তরের জন্য, 1 নম্বর প্রদান করা হবে।
★ একটি নেতিবাচক মার্কিং আছে, ভুল উত্তরের জন্য 1/4 মার্ক কাটা হবে।
আবেদন মূল্য :
General,EWS,OBC আবেদন মূল্য লাগবে : ৬৫০ টাকা ।
SC,ST & PWBW আবেদন মূল্য লাগবে ২৫০ টাকা ।
আবেদন পদ্ধতি (WEBCSC) :
আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন করতে হবে Online এসে,এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে https://registration2025.webcsc.org/। সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস 👇
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) কম্পিউটার সার্টিফিকেট ।
২) জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) কাস্ট সার্টিফিকেট ।
৬)স্থানীয় বাসিন্দা প্রমান পত্র ।
আবেদন শুরু | ২৮ জানুয়ারি ২০২৫ |
আবেদন শেষ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১ মার্চ ২০২৫ |
অনলাইন আবেদন | Click here |
নোটিফিকেশন PDF | Click here |