WB municipality Recruitment 2025 – পৌরসভায় গ্রুপ D কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরির সুযোগ । বিস্তারিত দেখুন

● WB municipality Recruitment 2025

চাকরি প্রাথীদের জন্য দারুণ খুশির খবর । পৌরসভায় গ্রুপ D কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে মহিলা প্রাথীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে পারবে আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন জানুন বুঝুন তবেই আবেদন করুন।

নিয়োগকারী সংস্থা :
বর্ধমান পৌরসভার কার্যালয় ।

পদের নাম :
Honorary Health Worker (HHW)

শূন্যপদ :
এখানে মোট শূন্যপদ ৩৬ টি

বয়স সীমা :
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রাথীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ এর মধ্যে এবং সরকারি নিয়ম অনুসারে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড়া পেয়ে যাবে ।

বেতন :
প্রতিমাসে বেতন পাবে ৪,৫০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা :
প্রার্থীদের আবেদন করতে গেলে নূন্যতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস । এছাড়া প্রাথীকে এই কাজের সম্বন্ধে অভিজ্ঞ হতে হবে ।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আধার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতা সংস্থাপত্র।

নিয়োগ প্রক্রিয়া :
এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ।

আবেদন পদ্ধতি :
আবেদন করতে গেলে প্রার্থীদের অফলাইনে এসে আবেদন করতে হবে । (https://purbabardhaman.nic.in/ )। সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে,সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে তোমাদের Application form এর সাথে এটাস্ট করে দিয়ে আবেদন করতে হবে ।

আবেদনের শেষ তারিখ : ০৭/০২/২০২৫

Official Notification PDF

Leave a Comment

Mhona